হারানো পথ খুঁজতে গিয়ে
পিছন ফিরে দেখতে পাই
পথটা যেন মেলায় খোয়া
কিশোরী এক শ্যামলা মেয়ে!
রুক্ষ মাটি পুড়ছে রোদে
ঘরের খোঁজ দেয় না কেউ,
অচেনা মুখ ছুটছে জোরে
পথের ঘোরে কোথায় যায়!
কিনছে কেউ চুলের ফিতে
কাঠের ঘোড়া মাটির পাখি
ঘুরছে কেউ চরকি চড়ে
জমেছে খুব বিক্রিবাটা।
কার যে হাতে টুকরো টান
গোপন করে জমাট আছে !
ঝাঁপিয়ে এসে বলবে চলো
গুমোট মেঘ যেমন ঝরে।
ভিড়ের মাঝে হাতটা পেলে
আঁকড়ে ধরে রাখবো খুব;
হঠাৎ যেন আঙুল ছুড়ে
যায় না মেঘের সুখ