ছবি
আপনার মন যখন সব প্রকৃতিকে নিজের মত করে সাজাবে তখন এমনি আপনি মিসে যাবেন প্রকৃতির সাথে।
আপনার ভাবানা চিন্তা থাকবে এই সুন্দর দৃশ্যটাকে কি ভাবে আকরে ধরে রাখা যায়।
যদিও তা সম্ভব না। কারণ প্রকৃতির নিয়ম হলো পরিবর্তন হওয়া। সময়য়ে নিয়মে তা পরিবর্তন হয়ে যাবে।
ক্ষণিকের সুন্দর সুন্দর মূহুর্ত গুলোও পাল্টে যাবে নতুন সাজে।
হয়তো আর আকর্ষিক ভাবে না হয় ভয়ংকর রূপে।
ফটোগ্রাফি
তাই ফটোগ্রাফারের চোখে প্রতিটা সুন্দর সুন্দর মূহুর্ত গুলো হয়ে উঠে ফ্রেমের সজ্জা।
ছোট ছোট সুন্দর মূহুর্ত গুলো ক্যামেরা বন্ধি করে তারা। যেনো প্রকৃতি বদলে গেলেও বদলে না যায় অনুভূতি,সময়,স্মৃতি, ছবি।