সকল মুসলিম ভাইদের প্রতি উপদেশবার্তাঃ

in steemit •  7 months ago  (edited)

steemit,organicmarket, organikmar,Facebookme, bookpromo, bookpromotion, bookpost, BookPublishing, bookphoto, digital, digitalagency, digitalmarketing, digitalspecialist, DataEntry, dataentryexperts,.jpg

بسم الله الرحمن الرحيم
السلام عليكم
সকল মুসলিম ভাইদের প্রতি উপদেশবার্তাঃ
১) তাওহীদ, আল্লাহ ও রসুল (সা;) এর আদেশ-নিষেধ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা ।
২) শিরক ও বিদাত মুক্ত সঠিক আমল করা ।
৩) মোনাফিকি না করা এবং মোনাফিকদের থেকে সাবধান থাকা। কেননা মুনাফিকরা কাফিরদের চেয়ে ভয়ংকর।
৪) সকল প্রকার কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা ।
৫) সকল প্রোকার ফরজ, সুন্নাহ, এবং নফল ইবাদতের প্রতি নিষ্ঠবান হওয়া। কেননা ইচ্ছা কৃত কোন ফরজ ছেড়ে দিলে কুফরি হয় আর নফলের মধ্য দিয়ে আল্লাহর নিকটবর্তি হওয়া যায়।
৬) সকল মুসলমানের কল্যান কামনা করা।
৭) সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভর্সা করা এবং বিপদ- আপদে-ধর্য্য ধরা আল্লাহর রহম হতে নিরাশ না হওয়া।
৮) দ্বীন কায়েমের ক্ষেত্রে রসুলুল্লাহ(সঃ) এবং সাহাবায়ে খোলাফায়ে রাশেদীনের পথ, অনুসরণ করা।
৯) কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বয়জিষ্ঠদের সাথে পরামর্শ করা।
১০) সহিহ ভাবে সকলের কোরআন তেলাওয়াত শিক্ষা করা।
১১) ঘুম থেকে উঠার দুয়া থেকে শুরু করে আবার ঘুমানোর আগ পর্যন্ত সকল দুয়া মুখস্থ করা এবংএবং তা সঠিকভাবে আমল করা।
১২) দৈনিক কমপক্ষে পাঁচ পৃষ্ঠা অর্থ সহ কোরআন মাজিদ পড়া।
১৩) বিষয় ভিত্তিক কোরআন তেলাওয়াত করা এবং সহিহ হাদিস মুখস্থ করা।
১৪) আমরা যা কিছু করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব ।

সাবধান, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর বিদ্বীন প্রতিষ্ঠিত করতে চাই,, আমাদের দ্বারাই যেন আল্লাহর বিধান লংঘন না হয়।
এ দাওয়াত সবাই প্রতি রইল।
আস্সালামু আলাইকুম ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...