ঢাকা: ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্বাধীন’ নামে কার্ড চালু করেছে বেসরকারি খাতের তফসিলি ব্যাংক এশিয়া লিমিটেড।
এই কার্ডে সরাসরি বৈধ উপায়ে তাদের আন্তর্জাতিক নিয়োগদাতাদের কাছ থেকে আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন ফ্রিল্যান্সাররা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ কার্ডের উদ্বোধন করা হয়।
এতে সহযোগিতা করছে মাস্টারকার্ড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
‘স্বাধীন’ কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। আর ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরফান আলী, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, মাস্টারকার্ড ইন্ডিয়ার কান্ট্রি করপোরেট অফিসার ও সাউথ এশিয়া ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এস এম মনিরুজ্জামান বলেন, এটি মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়ার একটি চমৎকার উদ্যোগ। আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি তখনই তারা এমন সময়োপযোগী উদ্যোগটি নিল, যা আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে খুবই জরুরি।
‘স্বাধীন’ নামের নতুন এই কার্ড ব্যবহার করে দেশের শত-সহস্র ফ্রিল্যান্সার উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী বলেন, গ্রাহকদের উন্নতমানের সেবা ও জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি এবং সম্প্রসারণে ব্যাংক এশিয়া সবসময় নতুন এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী ব্যাংকিং প্রোডাক্ট দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই ফ্রিল্যান্সার কার্ড উন্মোচন।
ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে আনার জন্য ‘স্বাধীন’ কার্ড উন্মোচন করা হয়েছে বলে জানান ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরফান আলী।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার সহযোগিতায় মাস্টারকার্ডের আরও নতুন চারটি ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। এর মধ্যে ৫ লাখই
‘স্বাধীন’ কার্ডটি এই সম্প্রদায়কে নিরাপদ ইকো সিস্টেমের মাধ্যমে আইন সিদ্ধ উপায়ে নিজেদের আয়ের অর্থ গ্রহণে স্বাধীনতা এনে দেবে। যার মধ্য দিয়ে বাংলাদে
thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
hmm
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
den
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit