কলা।

in steemit •  2 months ago 

20240728_054159.jpg



কলা এটি পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই পাওয়া যায়। আর এই কলার গুনাগুন সম্পর্কে আমরা সবাই অবশ্য কমবেশি অবগত আছি। এই কলা খেলে মানুষের শরীরে দ্রুত এনার্জি ফিরে আসে যার কারণে অন্যান্য ফলের তুলনায় এই কলার মূল্যায়ন করা হয় বেশি তাছাড়া এই কলা খুব সহজেই বাড়ির আশেপাশে জন্মানো যায়। তুলনামূলক অন্যান্য ফলের চেয়ে কলার দাম অনেকটা কম তাই সবার কাছেই পছন্দের তালিকায় থাকে। কেউ অসুস্থ হলে বা দীর্ঘ পরিশ্রম করে দ্রুত শরীরে অ্যালার্জি ফিরে পাওয়ার জন্য কলার বিকল্প নেই।



আপনার বাড়ির আশেপাশে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে একটি কলা গাছ রোপন করলে কিছুদিন পরেই কোন যত্ন নেওয়া ছাড়াই দেখবেন কলাগাছে কলা ধরেছে আর পর্যায়ক্রমে সেই একটি গাছ থেকে আরও অনেকগুলো কলার গাছের জন্ম হবে। যদি ছবিটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন জঙ্গলের মধ্যে একটি কলার গাছ রোপন করে রাখা হয়েছে আর সেখানে একটি গাছে কলা ধরেছে লতাপাতায় ঘিরে রাখা কলা গাছের ছবিটি রাস্তার পাশে এক জঙ্গল থেকে তোলা।



ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.