আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আজকে এক ট্রাক মাল লোড হচ্ছে।

in steemit •  8 months ago 

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, এই তীব্র তাপমাত্রা ও গরমের সবাই কেমন আছেন?? আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভাল আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মাল লোড নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন।

IMG_0506.jpeg

আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক ট্রাক মাল লোড হচ্ছে । এই ট্রাকে যে মালগুলো লোড হচ্ছে সেগুলো লৌহজাত পণ্য,অর্থাৎ এই ট্রাকে যে মাল লোড হচ্ছে সেটা হল পুরাতন লোহা।

IMG_0508.jpeg

IMG_0520.jpeg

এই মালগুলো কে আমাদের স্থানীয় ভাষায় ভাঙ্গারি মাল বলা হয়। এই মালগুলো আমরা স্থানীয় ভাঙ্গির দোকান থেকে সংগ্রহ করি। এরপর এগুলো গাড়ি লোড দিয়ে আমরা ঢাকায় বিভিন্ন রড কারখানায় পাঠাই। এই গাড়িতে দুই ধরনের কোয়ালিটির লোহা লোড হচ্ছে। একটা কোয়ালিটির নাম হচ্ছে প্লেট কাটিং। আরেকটি কোয়ালিটির নাম হচ্ছে সুপার।

IMG_0502.jpeg

IMG_0500.jpeg

দুই কোয়ালিটির মালের দাম দুই রকম। এই ট্রাকে ১৫ টন মাল আছে। যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৫০ হাজার টাকা। আজকের এই মালটি যাবে ঢাকার মুনতাহার রড মিলে। এই মালগুলো যে ট্রাকে লোড হচ্ছে সেই ট্রাকের নাম্বার হলো ঢাকা মেট্রো ট ১৬-৮৬৮৯।এবং এই গাড়ির ড্রাইভারের নাম হচ্ছে মোঃ পলাশ। তার বয়স হচ্ছে ৪০বছর। তার দীর্ঘ ১৫-২০ বছরের অভিজ্ঞতা আছে। তিনি দীর্ঘ ১৫-২০ বছর ধরে তার অভিজ্ঞতা এবং সততার সাথে এই দায়িত্ব পালন করে যাচ্ছে।
এই গাড়িটি আমি কন্ট্রাক্ট এর মাধ্যমে লোড করাচ্ছি।আজকে আমার লেবার দের সাথে চুক্তি ৬ হাজার টাকা। এর সাথে সকালে এবং দুপুরের খাবার আমাকে দিতে হবে।এই গাড়িটি লোড করার জন্য ৬টি দোকানে আমাকে যেতে হয়েছে।অর্থাৎ ৬টি দোকান থেকে আমি এই মালগুলো সংগ্রহ করেছি। এই ৬টি দোকান থেকে মাল তোলার জন্য আমার লেবাররা কিছু বকশিশ পেয়েছে। এবং এই গাড়ীটা যখন সম্পূর্ণ লোড করে রশি দিয়ে বেঁধে দিবে তখন ট্র্যাক ড্রাইভার এর পক্ষ থেকেও তাদেরকে বকশিশ দেওয়া হবে। বকশিশের টাকা এবং আমার সাথে চুক্তির টাকা মিলে আমার লেবার গুলো প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা পাবে। আজকে ৬ জন লেবার মিলে এই গাড়িটা লোড সম্পন্ন করবে।

IMG_0517.jpeg

IMG_0499.jpeg

সকালে এবং দুপুরের খাবার বাদ দিয়ে একেক জন লেবার ১২৫০ -১৩৫০ টাকা করে হাজিরা পাবে। এই তীব্র তাপমাত্রা ও গরমে এই কাজ করা খুবই কঠিন কিন্তু জীবিকার তাগিদে তারা এই কাজ করছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!