অসাধারণ কৃষকের সবুজ ধান ক্ষেত ও একটি ভাসকার্য দেখতে খুবই সুন্দর লাগতেছে।

in steemit •  2 years ago 

আজকে আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করবো যেগুলো আমার হাতে আমার ফোন দিয়ে তোলা। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি সেহেতু আমার গ্রামের ছবি তুলতে খুবই ভালো লাগে আপনার গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে কেমন লাগে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।

আমি একজন চিত্রপ্রেমি মানুষ। আমি ছোটো থেকেই খুব বেশি চিত্রপ্রেমি আমি যখন সময় পাই প্রাকৃতির মাঝে ছুটে যাই ছবি তুলতে। আপনি ও কি আমার মতো চিত্র-প্রেমি ???

IMG_20220807_181129.jpg

IMG_20220807_181126.jpg

IMG_20220807_175344.jpg

IMG_20220807_175058~2.jpg

IMG_20220807_175044~2.jpg

ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার চিত্রগুলো মনোযাগ সহকারে দেখার জন্য । আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো চিত্র বা ছবি নিয়ে।




09d357ee8d6c36fb41ef6fad67bdb306 copy.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!