অনেক দিন পর ব্লগ লেখা।

in steemit •  6 years ago 

অনেক দিন পর ব্লগ লিখতেছি। ব্যস্ত থাকার কারনে মাঝে অনেক দিন পোস্ট ও দিতে পারি নাই। আশা করি এখন থেকে নিয়মিত পোস্ট করবো। তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবার দিন কাল কেমন যায়? আমার যাচ্ছে কোনো রকম। সারাদিন যায় গেম খেলে। এক কথায় বলতে গেলে পাবজি খেলা নেশার মত হয়ে গেছে। কিন্তু অন্য কোনো খারাপ নেশা নাই আমার। কখন পান বিরি সিগারেট খাইনাই। খাওয়ার মধ্যে মাঝে মধ্যে চা। দুধ চায়ের প্রতি আমার আবার দুর্বলতা আছে। এছারা আর কিছু না। শুধু পাবজি গেম টার প্রতি ই নেশা। এই তো।

Snapshot_20190401223340.png

কাল রাতেও চিকেন ডিনার পেলাম। চিকেন ডিনার পেলে মজাই লাগে। আপ্নারা আর কে কে পাবজি খেলেন। যদি কেউ খেলেন তাহলে কমেন্ট এ আপনার ইউজার নেম দিয়েন আমি এড করে নিবো। র‍্যাঙ্ক পুশ করে খেল্বো। আমি মাঝে মধ্যে হ্যাক করে খেলি। কারন পাবজি এখন হ্যাকার ময়। তাই আমিও মাঝে মধ্যে মজার জন্য হ্যাক ব্যবহার করে খেলি । কেও আমার সাথে র‍্যাঙ্ক পুশ দিতে চাইলে আসতে পারেন। ধন্যবাদ সবাই রে আমার পোসট খানা কস্ট করে পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Vai ami khali ......id name : blackshadow985 @razu788


@razu788, sorry to see you have less Steem Power.
Your level lowered and you are now a Red Fish!

You can upvote this notification to help all Steem users. Learn how here!

!bookkeeping drugwars

Hi @razu788!

drugwars

Received:

  • 93.112 STEEM from daily
  • 57.058 STEEM from heist
  • 0.005 STEEM from referral

Spent:

  • 158.605 STEEM

Total:

  • -8.430 STEEM

First transfer was before 48.73 days.
Your ROI per day is 1.94 % and you are earning approx. 3.08 STEEM per day.
Break even in approx. 2.7 days.

ROI when taking only the last 5 days into account

Your ROI per day is 0.41 % and you are earning approx. 0.64 STEEM per day.
Break even in approx. 13.1 days.