Today's curry is lentils with tomatoes

in steemit •  4 years ago 

প্রিয় Steemit বন্ধুরা সবাইকে আমার ছালাম ও নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মসুরডাল তরকারি রান্না করব,তরকারি রান্না করার জন্য আমি নিয়েছি 200গ্রাম মসুরডাল 3/4টি টমেটো 5/7 টি কাঁচা মরিচ 1 কাপ পিয়াজ কুচি কয়েকটি রসুন কুচি পরিমাণ মত তেল লবণ গরম মসলা এই দিয়ে আজ তৈরি করবো মসুরডাল তরকারী।

IMG_20200715_171257.jpg
টমেটো ও কাঁচা মরিচ

IMG_20200715_174249.jpg
মসুরডাল এক বাটি

বাংলায় একটি প্রভাত ছিলো ছোট কালে শুনেছি মাছে ভাতে বাংঙ্গালী কিন্তু এখন সেই প্রভাত টি পরিবর্তন হয়ে গেছে, এখন সবাই বলে ডালে ভাতে বাংঙ্গালী।

IMG_20200715_171526.jpg
লাল টমেটো তাজা

আমাদের বাংলাদেশের অনেক মানুষের প্রিয় খাবার ডাল ।খাবারের শেষের তরকারিটা ডাল না হলে যেনো খাবারের তৃপ্তি আসে না।বিশেষ করে ডালের তরকারী আমার প্রিয় খাবার।
Pictures this mobile
Dear Steemitblogger Posts Completely my own personal post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনার সাথে যোগাযোগের কোন মাধ্যম আছে ফেসবুক, বা আন্য কিছু । আর যদি আপনার আমার সাথে কথা বলতে কোন আপত্তি না থাকে তবে অবশ্যই আমার নিচের লিংকে রিকোয়েস্ট দিতে পারেন।
আমা ফেসবুক লিংক
https://www.facebook.com/md.samad.182

ভাইজান আপনার সাথে কথা বলতে আমার কোন সমস্যা নাই।কি বিষয়ে কথা বলতে চান?
যদি আপনার কোন সমস্যা না হয় তাহলে বলেন। আমার ফ্যাজবুক চালানোর সময় হয়ে উঠে না তাই চালাই না।আপনার নাম্বার দিয়েন

ধন্যবাদ আপু উত্তর দেওয়ার জন্য ।
আমার নাম্বার হলো।
01997775339