How to Increase Your Steemit Id Power.

in steemit •  7 years ago 

আমরা যারা স্টিমেট ব্যবহার করি। তাদের মাথায় সর্বদা একটা প্রশ্ন ঘুরাঘিরি করে করে !

কী ভাবে এবং কী করলে আমাদের স্টিমেট আইডির পাওয়ার বৃদ্ধি পাবে ?

এর জন্য আপনাকে অবশ্যই প্রকৃত কাজ করতে হবে।

#প্রকৃত_কাজ :-

সর্ব প্রথমত আপনি যে কজটি করবেন, নিজে নিজে পোষ্ট তৈরি করবেন। আপনি ভেবে পাচ্ছেন না যে কী পোষ্ট করবেন ? সমস্যা নেই আপনি আপনার সামনে যে বইটি বা যে কাগজটি দেখছেন সেটা থেকে একটি পেজ বেছে নিয়ে টাইপ করা শুরু করে দিন।

পরবর্তীতে @ orginalworks লিখে নিজের পোষ্টে কমেন্ট করুন।
(আমার পোষ্টের কমেন্টা দেখলেই বুঝবেন)।

কিছুক্ষনের মধ্যেই দেখবেন একটি ভোট ও আপনার পোষ্টে $0.02 জমা হয়ে যাবে।

এটা সর্বদা মনে রাখবেন । এখানে কোন কিছু পোষ্ট করার সময় কোন জায়গা থেকে কপি করে একটা শব্দও এখানে ব্যবহার করবেন না । তাহলে আপনার কাজটি আসল কাজ হিসাবে হিসাব ভুক্ত হবে না।

এখন পরবর্তীতে আশা যাক আর সেটা হলো ট্যাগ।
আপনি যখন কোন কিছু পোষ্ট করবেন তখন দেখবেন যে তিনটি ঘর আছে।

১ম টি হলো :- টাইটেল।
২য় টি হলো :- আপনি যা লেখবেন তার বিস্তারিত।
৩য় টি হলো :- ট্যাগ। এই ট্যাগ লেখার সময় আপনি ভেবে চিন্তে লিখবেন। আপনি যা লেখবেন তার উপর নির্ভর করে এখানে লেখবেন।

এবার আশা যাক আপনার আইডির পাওয়ার যেন কমে না যাক তার জন্য কিছু করনিয় ।

১:-প্রথমত একক শব্দের কোন কমেন্ট লিখবেন না।
(যদি আপনি ভেবেও পাচ্ছেন না যে কী কমেন্ট করবেন তখন এরকম লিখতে পারেন :-
It's helpful , thanks @tanmoykumer
অথবা
Good post @tanmoykumer

২:- পোষ্টা টা পরে সেই হিসাব করে কমেন্ট টা করেন।

৩:- একই কমেন্ট বারবার করবেন না।

আমি এক ভদ্র লোকের পোষ্টে শুধু মাত্র Nice লিখে কমেন্ট করেছিলাম। তখন আমার আইডির রেপুটেশন ছিল ৩৮ । কিছুক্ষন পরে দেখি আইডির রেপুটেশন ২৯। আমি একটি একক কমেন্টে উনি আমাকে স্পাম করেছিল। অনেক কষ্ট করার পর এখন আমার আইডির রেপুটেশন ৩৩ হলো।
আশা করি আপনাদের কারও সাথে যেন এমনটি না হয়।
আর যারা গ্রুপ ধরে কাজ করে তাদের বলছি, আপনাদের গ্রুপে যদি দেখেন একটি আইডির রেপুটেশন ২৫-২৬ তখন তার কমেন্টে একটা ভোট দিয়ে দেবেন। এতে তার একটু হলেউ ভাল হবে। এতে আপনার কোন ক্ষতি হবে না।

আর যাদের রেপুটেশন ২৫-২৬ তারা পোষ্ট করার আগে ভাল করে নিজের ব্লকটা দেখে নেবেন। যদি আপনারকোন পোষ্টে কোন $0.00 জমা হয়নি তার পরও যদি আপনি এক নাগারে একটির পর একটি পোষ্ট করতেই থাকেন তাহলেউ আপনার আইডির রেপুটেশন কমে যাবে।
এখানে আমার থেকেউ অনেক সিনিয়াররা আছেন তারা আমার থেকেউ অনেক বেশি জানেন । তাদের অভিঙ্গতা জানার অপেক্ষাই থাকলাম।

আপনাদের সবাইকে Happy 😊 Charisma এর শুভেচ্ছা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

thanks vaiya... আমি অনেক কিছু শিখলাম এই পোস্ট থেকে।

Loading...

Hi please can you translate to English?

Thank you very much.
@lossy

really worth reading @tanmoykumer

Informative

This post has received a 0.78 % upvote from @drotto thanks to: @tanmoykumer.

Congratulations @tanmoykumer! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

It's very helpful to me, many many thanks for your very good post

It's helpful , thanks @tanmoykumer

thank you for sharing with us...@tanmoykumer

good info . go on...

Your suggestion is very well