ভারতের জমজমাট ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের ১২তম আসরে দল হারালেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কককে কিনতে গিয়ে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্টে বলা হয়েছে, গত মৌসুমে ২ কোটি ৮০ লাখ রুপিতে ডি কককে কিনেছিল ব্যাঙ্গালুরু (আরসিবি)। এবার একই মূল্যে আরসিবির কাছ থেকে ডি কককে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যে কারণে ২ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজুর রহমান এবং ৫০ লাখ রুপিতে কেনা আকিলা ধনঞ্জয়াকে ছেড়ে দিয়েছে আইপিএলের তিনবারের শিরোপা জয়ীরা।
আইপিএলের গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন মোস্তাফিজুর রহমান। শুরুর দিকে তাকে খেলিয়েছিল দলটি। বোলিং মোটামুটি ভালোই করেছিলেন তিনি। কিন্তু খুবই বাজে ফিল্ডিং করেছিলেন তিনি। একের পর এক ক্যাচ ছেড়ে মুম্বাইকে কয়েকটা ম্যাচে হারিয়েই দেন। এ কারণে আইপিএলের মাঝপথ থেকে তাকে বসিয়ে রাখা হয় এবং শেষ পর্যন্ত আর খেলতেই পারেননি তিনি।