কোন ধর্মটি সবচেয়ে প্রাচীন?

in steemitbd •  6 years ago 

কোন ধর্মটি সবচেয়ে প্রাচীন, এই বিষয়ে বিভিন্ন ধর্মে বিশেষ করে হিন্দুদের মধ্যে ভুল ধারনা রয়েছে। তারা ভাবে হিন্দু ধর্ম সবথেকে প্রাচীন ধর্ম। তারা বলে যেহেতু হিন্দু ধর্ম ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের আগে এসেছে তাই হিন্দু ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং বাকি সব ধর্ম হিন্দু ধর্ম হতে সৃষ্টি ইত্যাদি ইত্যাদি। এজন্য এই বিষয়টিরই একটি কেস স্টাডি করা হবে।
প্রথমেই বলি, কোন ধর্মকে অবস্থান কালের ভিত্তিতে সত্য ধরতে হয় তবে সেই ধর্মকে শুধু প্রাচীন হলে হবে না বরং সবথেকে প্রাচীন হতে হবে, অর্থাৎ সেটি প্রথম মানবের সময় হতে সৃষ্ট হতে হবে। যদি তা না হয় তবে সে ধর্ম ভুল। কারন ঈশ্বর যদি ধর্ম সৃষ্টি করেন তবে তা সব মানুষের জন্য করবেন, কোন একদলকে বাদ রেখে পরের প্রজন্মের জন্য করবেন না। যদি কোণ ধর্মকে সত্য হতে হয় তবে সেটাকে প্রথম প্রজন্মের মানুষের হাত ধরেই চলে আসতে হবে।
হিন্দুরা অনলাইনে যুক্তি দিতে প্রথম যে কাজ করে তা হচ্ছে উইকিপিডিয়া থেকে কপি করে হিন্দু ধর্মের বয়স দেখায় যে এটা সবথেকে প্রাচীন, আর সবথেকে বড় বাশ এখানেই খায়, কারন উইকপিডিয়াতে হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন কিতাব ঋগবেদ এর বয়স দেয়া আছে 1200-1500 BC https://en.wikipedia.org/wiki/Rigveda
অর্থাৎ হিন্দু ধর্মের বয়স সাড়ে তিন হাজার বছরের বেশী না। অপরদিকে মানব সভ্যতার বয়স চল্লিশ হাজার বছরের বেশী। https://www.sciencedaily.com/releases/2005/02/050223142230.htm

এখন হিন্দু ধর্মই যদি সত্য হয় তবে ভগবান কেন মানুষ সৃষ্টির এতগুলো বছর পর অর্থাৎ প্রায় ৩৫ হাজার বছর পর ধর্ম প্রেরন করল? তাহলে এই ধর্ম কি সত্য হতে পারে ?
অপরদিকে তথ্যানুসারে যে হিন্দুরা দাবী করে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীণ, এটাও কিন্তু সঠিক নয়, কারন Catalhoyuk দের ধর্ম আজ থেকেও প্রায় ৯ হাজার বছর পুর্বে ছিল, অর্থাৎ হিন্দু ধর্ম থেকেও প্রায় সাড়ে ৫ হাজার বছর প্রাচীন তাদের ধর্ম, দেখুন
https://en.wikipedia.org/wiki/%C3%87atalh%C3%B6y%C3%BCk#Religion
সুমেরিয়ান দের ধর্মও আজ থেকে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগের, অর্থাৎ হিন্দু ধর্ম থেকেও এক দেড় হাজার বছর পুর্বে এই ধর্ম এসেছে।
https://en.wikipedia.org/wiki/%C3%87atalh%C3%B6y%C3%BCk#Religion
এখন হিন্দুরা কি তবে বলবে ক্যাটালহোক বা সুমেরিয়ানদের ধর্মই সত্য ধর্ম, আর তাদেরটা মিথ্যা ?

তবে হিন্দুদের মধ্যে বৈদিকরা আবার এসব তথ্যের তোয়াক্কা না করে দাবী করে যে বেদ এসেছে সৃষ্টির শুরু থেকে। অর্থাৎ প্রথম মানুষ থেকেই বেদ এর জন্ম।
এই দাবীগুলো খন্ডানো যায় অনেকভাবেই, যেমন, যদি বেদ মানব জাতির একদম প্রথম থেকে হয়ে থাকে, তবে এর ভাষা সংস্কৃতকে হতে হবে বিশ্বের সবথেকে প্রাচীণ ভাষা। কিন্তু মজার বিষয় প্রাচীনতম ত দূরে থাক, বিশ্বের সবথেকে লিখিত পাওয়া প্রাচীন ১৩ ভাষার মধ্যেও সংস্কৃত এর স্থান নেই। https://en.wikipedia.org/wiki/List_of_languages_by_first_written_accounts

সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় মুল ভাষাগোষ্টীর অন্তর্ভুক্ত। ইন্দো ইউরোপিয় ভাষার বয়স খ্রিষ্টপুর্ব ৫ হাজার বছর। আনুমানিক খ্রিষ্টপুর্ব ২৫০০ বছর পুর্বে ইন্দো ইউরোপিয় ভাষার দুই শাখা কেন্তম ও শতম শাখার জন্ম। এরপর শতম শাখার ইন্দো এশীয় রুপ থেকে বৈদিক সংস্কৃত ভাষার সৃষ্টি হয় খ্রিষ্টপুর্ব ১২০০ অব্দে। অর্থাৎ ঋগবেদ ও সংস্কৃত ভাষার জন্ম একি সাথে, যার জন্ম সর্বোচ্চ ৩ থেকে সাড়ে তিন হাজার বছর। অর্থাৎ যে ভাষার জন্মই মাত্র সাড়ে ৩ হাজার বছর, সেই ভাষায় কিভাবে মানব সভ্যতার প্রথমে বেদ নাযিল হতে পারে ?
এখন দেখি আসুন খোদ বেদ কি বলে,
যজুর্বেদ ১৩/৩৭,
“হে জ্ঞানী মানুষ, প্রাচীন জ্ঞানীদের হতে শিক্ষা নাও, যারা অতিথিপরায়ণ, রথারোহীর ন্যায় যারা নিজ অশ্বদের সংযুক্ত করে, যারা দক্ষদের দ্বারা সুনিয়ন্ত্রিত, এবং যারা নিজেদের ন্যায়ের আসনে বসিয়েছে।”

এখানে বেদ প্রাচীন জ্ঞানীদের হতে শিক্ষা নিতে বলেছে, অর্থাৎ বেদ যখন লেখা হয়েছে সেই সময় থেকেও প্রাচীন মানব সভ্যতা ছিল। এরপর দেখি যারা ছিল রথারোহি, ঘোড়সওয়ার।
আমরা জানি, রথারোহন, তথা চাকার আবিষ্কার হয়েছে মানব সভ্যতার বহু পরে, অর্থাৎ বেদ কোনভাবেই মানব সভ্যতার শুরুতে নাযিল হয়নি। আর বেদ সেই সময়কে প্রাচীন বলেছে(সেই সময়ের জ্ঞানীদের প্রাচীন আখ্যা দিয়ে) অর্থাৎ বেদ মানব সভ্যতার বহু বহু পরে রচিত, খোদ বেদ থেকেই তা প্রমানিত।

এবার আসি আরো কিছু প্রাসংগিক তথ্যে,
আপনারা কি জানেন হিন্দুদের বেদ নামক বইটি আসলে পারসীয়ানদের ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তা হতে কপি করে লেখা ? আর্যদের আদি নিবাদ হচ্ছে পারস্য, পারস্য হতে মাইগ্রেট করে এরা আফগানিস্তানের খাইবার গিরিপথ হতে ভারতবর্ষে প্রবেশ করে। ভারতবর্ষে প্রবেশের পর তারা পারস্যের ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তার অনুকরনে বেদ রচনা করে এরা ধর্মপ্রচার শুরু করে।
উইকিপিডিয়া অনুসারে জেন্দ আবেস্তা ও ঋগবেদ এর রচনাকাল প্রায় সমসাময়িক বলা হলেও বিভিন্ন ঐতিহাসিকদের মতে আবেস্তা গ্রন্থ ঋগবেদ হতে প্রাচীন
http://www.sabhlokcity.com

আর আবেস্তা ও ঋগেবেদ পাশাপাশী পর্যালোনা করলে যে কেউ বুঝতে পারবে যে একটা আরেকটার কপি।
আবেস্তা হতে বহু শব্দ হ স এর ইত্যাদি পরিবর্তিত হয়ে ঋগবেদে ব্যাবহৃত হয়েছে, যেমন ,
Avesta Rigveda
ahura- asura
homa- soma
hapta- sapta
maaha- maasa
henaa- senaa
hanti- santi
vivahnata- vivaswata
mithra- mitra
aajuti -- aahuti
Hapta Hendu--Sapta Sindhu
thraitaan mantra-- traitaal mantra ইত্যাদি

বেদ এর ৪ বর্নপ্রথা তথা Brahman, Kshatriya, Vaishya and Shudra ও আবেস্তা হতেই ধার করা। আবেস্তাতেও একিভাবে
(a)atharva, the priest,
(b) ratheshtan, the warrior (notice the inclusion of rath here, which means ‘chariot’ in Sanskrit)
(c) vastriyoksiya, the agricultural labourer and
(d) huits, the labour.
এই চার বর্নপ্রথার উল্লেখ আছে, যা বেদে হুবহু কপি করা হয়েছে।
শুধু তাই না, সরাসরি verse বা মন্ত্র শুধু শব্দ চেইঞ্জ করে হুবহু তুলে দেয়া হয়েছে আবেস্তা হতে ঋগবেদে, যেমন,
(Rigveda)
majadaah sakritva smarishthah
অনুবাদঃ Only that supreme being is worthy of worship

(Avesta (Gatha 17:4 Yashna 29) )
madaatta sakhaare marharinto
অনুবাদঃ Only Ahura Mazdais worthy of worship.

Avesta, Gatha 17:4 Yashna 53:4)
mahaantaa mitraa varunaa devaav ahuraaha sakhe ya fedroi vidaat patyaye caa vaastrevyo at caa khatratave ashaauno ashavavyo
(Translation: O Ahura Mazda, you appear as the father, the ruler, the friend, the worker and as knowledge. It is your immense mercy that has given a mortal the fortune to stay at your feet.)
Rigveda:
mahaantaa mitraa varunaa samraajaa devaav asuraaha sakhe sakhaayaam ajaro jarimne agne martyaan amartyas tvam
(Translation: O Supreme Being, you are fire, you are the sun, you are water. You have appeared to us as Father, as our ruler, as our friend and as our teacher. O Great Father, you are beyond aging but we are not. You are beyond death but we are not. In spite of that you have given us the great fortune to call you our friend.)

এরকম আরো বহু উদাহরন দেয়া যাবে।
যাই হোক, পরিশেষে বলা যায়, বেদকে অপৌরুষ, আদি ইত্যাদি বলে হিন্দুরা যেসব গর্ব করে তা ভিত্তিহীন এবং হিন্দু ধর্ম কোনভাবেই মাত্র সাড়ে ৩ হাজার বছরের প্রাচীন নয়।

এখন প্রশ্ন জাগতে পারে তাহলে সবথেকে প্রাচীণ ধর্ম কোনটি। এর উত্তর জানতে হলে আমাদের বুঝতে হবে ধর্ম কি। ধর্ম হচ্ছে ঈশ্বরের একত্ববাদের উপর ভিত্তি করে যা গড়ে ওঠে। পৌত্তলিকতাও ধর্ম, কিন্তু তা সঠিক ধর্ম হতে পারে না। কারন কোন ধর্মগ্রন্থই পৌত্তলিকতাবাদকে অনুমোদন করে না।। আর ইসলামের মুল বিষয় হচ্ছে তাওহীদবাদ। অর্থাৎ সৃষ্টার একত্ববাদ। আর যুগ যুগ ধরে যত আসমানী কিতাব রয়েছে সবখানেই রয়েছে সৃষ্টার একত্ববাদ। হিন্দুদের বেদেও রয়েছে সৃষ্টার একত্ববাদ। বাইবেল, ওল্ড টেষ্টামেন্ট, আবেস্তা সবখানেই একি একত্ববাদ। অর্থাৎ ইসলাম মোটেও কোন নতুন ধর্ম নয়।আল্লাহ যুগে যুগে বহু নবী রাসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কোরান হচ্ছে সর্বশেষ কিতাব। নাম না জানা সেসব কিতাব এর বিকৃত বা অবশিষ্টাংশই যে বর্তমানের বিভিন্ন ধর্মগ্রন্থ এ ব্যাপারে সন্দেহ নেই। কোরান দ্বারাই ইসলামের শুরু নয় বরং কোরান ইসলামের সর্বশেষ অধ্যাদেশ। প্রথম মানব ও নবী হযরত আদম আঃ এর হাত ধরে ইসলাম শুরু, ও কিতাব কোরান ও মুহাম্মদ সঃ এর দ্বারাই এর অধ্যাদেশ শেষ। তাই ইসলামই একমাত্র ধর্ম যা সৃষ্টির আদি হতে আছে এবং অন্ত পর্যন্ত থাকবে। আর ইসলামের আদি হতে থাকার প্রমান আমরা দেখতে পাই, কোরান পুর্বক সকল কিতাবেই, যেগুলো হতে পারে পুর্বোক্ত আসমানী কিতাব বা তার অংশবিশেষ বা বিকৃত অংশ।

যেমন পনেরশ বছর পুর্বের বাইবেল উদ্ধার হয়েছে সম্প্রতি যেখানে, যীশু আঃ কে নবী ও নবী মুহাম্মদ সঃ এর আগমনের কথা বলা আছে,
https://en.wikipedia.org/wiki/Gospel_of_Barnabas

http://www.dailymail.co.uk/news/article-2105714/Secret-14million-Bible-Jesus-predicts-coming-Prophet-Muhammad-unearthed-Turkey.html

বেদেও আছে আল্লাহ রাসুলের পরিচয় ও ইসলামের তাওহীদবাদ,
বেদে আল্লাহ
পারসীয়ান ধর্ম যেটি ঋগবেদ হতেও প্রাচীণ, তাতেও আছে ইসলামের মুল ভিত্তি ও নবিজির আগমনের বর্ননা
http://www.islamawareness.net/Zoroastrianism/scriptures.html

তাই আমরা দেখতে পাচ্ছি ইসলামের মুল ভিত্তি যুগে যুগে অপরিবর্তিত ছিল।যুগের প্রাক্কালে পুর্বের আসমানী কিতাব অনেকগুলোই হারিয়ে গেছে, কিছু বিকৃতি হয়েছে, কারন কোরান নাযিলের পর সেগুলোর আর দরকার ছিল না। তবে ইসলামের যাত্রা শুরু হয় প্রথম মানুষ আদম আঃ থেকে এবং এটা হতে থাকবে পৃথিবির অন্ত পর্যন্ত। তাই ইসলামই একমাত্র প্রাচীন, সত্য ও সৃষ্টার একত্ববাদের ধর্ম যা আছে মানব সৃষ্টির শুরু থেকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post has been selected to be presented in Steemit Bangladesh Curation Competition Episode # 16 . If you are from Bangladesh and would like to present the article in the voice hangout during the competition, Please join the hangout on our Discord server.

Steemit Bangladesh Curation Competition Episode # 16
Time : 10 PM BDT
Date: 07/09/2018 (Friday)


Nice discussion on the age of various religions. As a Muslim, we know and believe that Islam is the first and foremost religion, not other one.
presents A blog for medical students and doctors