বাংলার বসন্ত:
সবুজ বাংলার গাছে গাছে ফুলের মেলা বসে প্রতি বসন্তে। রংবেরঙের ফুলে ফলে সারা বছরই সেজে থাকে বাংলার প্রকৃতি। সুন্দরের প্লাবণে ভাসায় আমাদের এবং দেশকে। ফুলের বিচিত্র গঠনও মাধুর্যে ভরা গন্ধ আমাদের মনে জাগায় বিস্ময়কর অনুভূতি। মনকে নাচিয়ে তুলে, তুলে প্রতিটি তন্ত্রীকে। পুলকিত করে আমাদের তনু-মনকে।
কবির কল্পনা:
কবি সত্যেন্দনাথ দত্তের কবিতার লাইন থেকে বুঝা যায় ফুলের প্রতি ছিল তার অবাধ অনুরাগ
জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনে ও ক্ষুধার লাগি।
দুটি যদি জোটে অর্ধেকে তার, ফুল কিনি নিয়ো, হে অনুরাগী!
ষড়ঋতুর দেশ বাংলাদেশ:
রুপসী বাংলার ষড় ঋতুতে বিভিন্ন রকমের ফুল ফোটে।
বর্ষার ফুলেরা -বর্ষা মৌসুমের সৌন্দর্যকে বাড়িয়ে তুলে, আমাদের জাতীয় ফুল শাপলা। নদীমাতৃক বাংলাদেশের নদী-নালা, খাল-বিল,
হাওর-বাঁওড়ও জলাভূমিতে ফুটে থাকে সাদাও লাল রঙের অসংখ্য শাপলা ফুল।বর্ষার আরেক সৌন্দর্য কামিনী ফুল। ফোটেও
অজস্র। প্রাতঃকালে অজস্র সাদা পাপড়ি গাছতলায় বিছিয়ে থাকতে দেখা যায়। সকাল, সন্ধ্যা ও রাতে দারুণ সুবাস ছড়ায় চতুর্দিকে।
হিজল ফুলের সৌন্দর্য পুরো বর্ষাকে মাতিয়ে রাখে।
অনিন্দ কদম ফুল মানুষের মন জয় করেছে অনেক আগেই। তার পাতাগুলো আকারে বড় বড় হয়। কদম ফুল খুবই ছোট,
বৃতি সাদা, দল হলুদ, পরাগচক্র সাদা এবং বহির্মুখীন, গর্ভদ- দীর্ঘ।
ফুলের জন্য বিখ্যাত দেশ:
আসুন এক নজরে জেনে নেই কোন দেশ কি ফুলের জন্য বিখ্যাত
বাংলাদেশ এর জাতীয় ফুল - সাদা শাপলা
ভুটান এর জাতীয় ফুল -ব্লু পপি
চীন এর জাতীয় ফুল - সানফ্লাওয়ার
কানাডা এর জাতীয় ফুল - ম্যাপল লিফ
ইরান এর জাতীয় ফুল - টিউলিপ
মিশর এর জাতীয় ফুল - বন্য অর্কিড
যুক্তরাজ্য এর জাতীয় ফুল - গোলাপ
ফ্রান্স এর জাতীয় ফুল - আইরিস
মালদ্বীপ এর জাতীয় ফুল - গোলাপ
বেলজিয়াম এর জাতীয় ফুল - লাল পপি
ভারত এর জাতীয় ফুল - পদ্মফুল
ইরাক এর জাতীয় ফুল - গোলাপ
কাজাখস্তান এর জাতীয় ফুল - লিলি
সিরিয়া, তিউনিসিয়া এর জাতীয় ফুল - জেসমিন
তুরস্ক, আফগানিস্তান এর জাতীয় ফুল - টিউলিপ
যুক্তরাষ্ট্র এর জাতীয় ফুল - গোলাপ
আর্জেন্টিনা এর জাতীয় ফুল - কেইবো
অস্ট্রেলিয়া এর জাতীয় ফুল - সোনালি ওয়াটাল