এক পরিবারের গল্প
এক পরিবারের ধ্বংস হওয়ার কিছু সত্য ঘটনা । এক মায়ের ৩ সন্থান ছিল । ওদের সংসার খুব ভাল চলত । হটাত একদিন ঘটে গেল কিছু ভয়ানক ঘটনা । একদিন সন্ধাই ছাগল খুঁজতে গেছিল পাশের বনে । ছাগল খুঁজতে গিয়া দেখে এক সাধু বাবা বনের ভিতর বসে আছে , সাদা কাপনের মত কাপড় পরে বসে আছে এবং ধ্যান করতেছে । হটাত এই গুলো দেখে ৩ সন্তানের মা অনেক ভয় পাই । হটাত জঙ্গল থেকে কথা আসে যে তুই এই দিকে এই তোর সাথে অনেক কথা আছে । কিন্তু সে না গিয়া ভয় পাইয়া বাসাই চলে আসে । বাসায় চলে আসার পর ভয় পাইয়া অনেক হাফাই । এর পর তার বরকে ঘটনা খুলে বলল । এর পর তার বরকে নিয়া আবার সেই বনে গেল বিস্তারিত ঘটনা কি সেটা জানতে । কিন্তু পরবর্তীতে ঐ সাধু বাবা সেখানে আর ছিল না । হটাত অদৃশ্য হইয়া যাই । এই ঘটনা দেখার পর ওরা পরিবারের সবাই আতঙ্কিত হইয়া যাই । এর পর ওরা বাসাই ফিরে আসে এবং সেই রাতে ওদের ঘুম হতে খুব কষ্ট হয় । আবার ৩ সন্তানের ভিতর একজনের নাম ছিল রাকিব । রাকিবের মা ঐ রাতে স্বপ্ন দেখে যে ঐ সাদু বাবা যা বলবে তাই করতে হবে না করলে অনেক বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে হবে । আবার ঐ স্বপ্নে দেখানো হয় যে , বাবার মাজারে গিয়া ধ্যান করতে হবে , এই সব আজগবি কাজ ।
কিন্তু রাকিবের মা এইগুলো কিছু করতে চাই না । কারন সে নামাজ পড়ে এবং আল্লাহ কে ভয় করে । এই গুলো স্বপ্নে তাদের ভিতর অনেক কথা হয় । স্বপ্নে তাকে অনেক ভয় দেখানো হয় , যদি সে না মানে তাহলে তার স্বামী এবং সন্থানকে মেরে ফেলবে । কিন্তু তাও সে রাজি হয়নি । ১ সপ্তা সময় দেই তাকে , যদি সে না মানে তাহলে সে যা করার করবে এই বলে সে ভয় দেখাই । কিন্তু রাকিবের মা এর শেষ কথা হল সে ঐ কাজ করবে না এইটাই তার শেষ কথা । এই ভাবে তাদের কথা শেষ হল । সকালে ঘুম থেকে উঠার পর ঘটনা টা সবাইকে জানাল , এর পর স্তানিও এক কবিরাজের কাছে নিয়া গেল কি হতে পারে ।
এর পর ঐ কবিরাজ যা বর্ণনা দিল । যে কিছু জিন আছে যারা ঐ মাজারে থাকে । ওরা চাই কারও কাছে থাকতে এবং মানুষের সেবা করবে , আর ঐ জিন গুলো একটু ফকির টাইপের । ওরা অনেক শক্তিশালী ওদের ভিরুদ্দে কিছু করা সম্ভব নই । ওদের কথা মেনে না নিলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবে । কিন্তু রাকিবের মা শেষ কথা ছিল সে তার কথা মত কাজ করবে না । তাতে তার মরণ হয় হবে । তাতে তার ভয় নাই । এক সপ্তা হইয়া যাওয়ার পর আবার সে স্বপ্নে আসে এবং সে রাজি কিনা জানতে চাই । সে একবারে না বলে দেই । এই কথা শোনার পর তারা অনেক রেগে যাই । পরের দিন তার স্বামী খুব অসুস্ত হইয়া পরে । পরের দিন আবার স্বপ্ন দেখাই যে রাজি না হলে তোর স্বামীকে মেরে ফেলব । কিন্তু সে না বলে দেই। কিছু দিন পর তার স্বামী মারা যাই । এর পর তার প্রত্যেকদিন স্বপ্ন দেখাই এই একই স্বপ্ন । না মানলে তার সব সন্থান কে মেরে ফেলবে । কিছুদিন পর তার ৩ সন্থান খুব অসুস্ত হইয়া পরে । তার পর বাধ্য হইয়া সে রাজি হয় তাদের কথাই । এতে তার কিছু করার ছিল না , তার সন্থানদের সে হারাতে চাই না । কিন্তু এই জিন জাতি কাজটি কখনও ভাল করেনি ।
এতেই শেষ নই । তাদের উপরে নানান রকম সর্ত দেই । কিন্তু শেষ পজন্ত তার সব কিছু মেনে নিতে হয় । এভাবেই চলতে থাকল তাদের পরিবার । তাদের পরিবার বেছে থেকেউ সব মৃত মানুষের মত বেছে আছে ।
Congratulations @dipjol! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit