প্রথম দেখা
এক গ্রামের ছেলে, রাহুল, সারা দিন কাজ করে কাটাতো। শহরের শীতল বাতাস, কোলাহল থেকে দূরে, গ্রামেই তার স্বপ্নগুলি বুনত। একদিন গ্রামের মেলা অনুষ্ঠিত হল, যেখানে সবাই মেতে উঠেছিল। রাহুল মেলার নানা রঙে মোহিত হয়ে গেল।
তার চোখ তখন নিলীমা নামে এক সুন্দরী মেয়েকে দেখে থমকে গেল। নিলীমা গ্রামে সদ্য আসা এক শিক্ষক। তার হাসি যেন মেঘে ঢেকে যাওয়া রৌদ্র। রাহুলের হৃদয় হঠাৎই তোলপাড় হয়ে উঠল।
মেলায় রাহুল সাহস করে নিলীমার কাছে গিয়ে কথোপকথন শুরু করল। নিলীমা হাসিমুখে তার প্রশ্নের উত্তর দিল। রাহুলের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছিল। কথার মাঝেই তাদের মধ্যে এক বিশেষ সম্পর্কের ইঙ্গিত ছিল। মেলার শেষে রাহুল ও নিলীমার পথ আলাদা হলেও, তাদের মনে এক বিশেষ অনুভূতি উঁকি দিয়ে গেল। রাহুল সিদ্ধান্ত নিল, সে নিলীমার কাছাকাছি থাকতে চায়, তাকে আরও জানবে।