হারানো চিঠির খোঁজে-প্রথম পর্ব

in story •  3 months ago 

পুরানো বাক্স

রিয়া যখন তার দাদির পুরানো কাঠের বাক্সটি খুলল, তখন তার চোখে পড়ল কিছু হলুদ হয়ে যাওয়া চিঠি। চিঠিগুলো এতটাই পুরানো যে, স্পর্শ করলে ধূলির মতো ভেঙে পড়বে। রিয়া চিঠিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারল যে, এই চিঠিগুলোর ভেতরে লুকিয়ে আছে এক অজানা গল্প।

when-rhea-opened-her-grandmothers-old-wooden-box-she-saw-some-yellowed-letters-the-letters-are-so-259560410.jpeg

বাক্সটি ছিল তার দাদির, যিনি কিছুদিন আগে মারা গেছেন। দাদির মৃত্যুর পর রিয়া তার পুরানো জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এই চিঠিগুলো পেয়েছিল। চিঠিগুলো পড়তে গিয়ে রিয়া একটি চিঠির মধ্যে একটি বিশেষ নাম দেখতে পেল—“সুবীর”।

রিয়া সেই নামটি পড়ে থমকে গেল। সে জানত তার দাদার নাম ছিল হরিদাস, তবে এই "সুবীর" নামটি ছিল একেবারে অপরিচিত। রিয়া চিঠিগুলো আরও গভীরভাবে পড়তে শুরু করল এবং বুঝতে পারল, এই চিঠিগুলো তার দাদির জীবনের একটি গুপ্ত অধ্যায়ের সাক্ষী।

এই নামটি এবং সেই চিঠিগুলোর ভাষা রিয়াকে বিস্মিত করেছিল। সেই চিঠির ভাষা ছিল আবেগে ভরা। রিয়া মনে মনে ভাবল, "দাদির জীবনে এমন কিছু ঘটেছিল, যা তিনি কাউকে বলেননি। কে ছিল এই সুবীর? কেন দাদি তাকে এত ভালোবাসতেন?"

এই প্রশ্নগুলো রিয়াকে অস্থির করে তুলল। সে সিদ্ধান্ত নিল, সে এই চিঠিগুলোর রহস্য উদ্ঘাটন করবে। চিঠিগুলোকে তার কাছে রেখে, সে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, "বাবা, তুমি কি কখনো 'সুবীর' নাম শুনেছ?"

বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, "না, এই নামটা আমার জানা নেই। তবে কেন জানতে চাও?"

রিয়া বাবার কথা শুনে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে ছিল একটাই ইচ্ছে—দাদির হারানো ভালোবাসার গল্পটা জানার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

"Wow, what a fascinating story! 😊 I love how Ria's curiosity and determination led her on an adventure to uncover the secrets hidden in her grandmother's old wooden box. 💡 It's amazing how sometimes it takes just one small discovery to lead us down a path of wonder and learning. 🌟 I'm curious - what do you think is the most intriguing part of Ria's story? Do you have any theories about who "Subir" might be or what his connection is to Ria's grandmother? 🤔 Let's discuss! 👥 And don't forget, if you want to support a witness that works hard to promote quality content and community engagement, please consider voting for xpilar.witness by going to https://steemitwallet.com/~witnesses. 💖"

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.