নিজের মোবাইলের স্ক্রিনে হুমড়ি খেয়ে পড়ে আছে রুদ্রদীপ।
স্ক্রলিং করে কি যেন দেখছে বারবার। আনাড়ি বেহালাবাদক যেমনি করে তারের ধুনে সুর তুলতে গিয়েও বারবার হতাশ হয়, ঠিক যেন তেমনি করেই কালো কদাকার আংগুলগুলোর নড়াচড়া হচ্ছে তার সল্পদামী মোবাইলটার উপর। ভাবটা এমন যেন "ইশ! এইতো পেলাম। উফ না! হারিয়ে গেলো।"
অতিউৎসাহী গবেষনায় দেখা গেলো নিজের ফেসবুক প্রোফাইলে গিয়ে সকল অর্জন, ডেজিগনেশন, নিজের আউটলুক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে।
নাহ, খুঁজে পায়না দীপ। শেষমেশ হতাস হয়ে ঘড়ের কোনের অন্ধকারের দিকে চোখ মেলে দেয় সে, আর অস্ফুটকন্ঠে বলতে থাকে " কেন এমন হয় আমার সাথে! কেন আমি অন্য সবার মত যোগ্য না! কেনই বা সবার মাঝে যা আছে হয়ত আমার মাঝে তা নেই!, কেনই ল্যাক অফ কোয়ালিফিকেশনের জন্য নিজের অতিশয় পছন্দের জিনিস হারাতে হয়! কেন?"
অন্ধকার রুমের ভেতর প্রতিধ্বনি হতে থাকে "কেন...কেন...কেন................"