জিবন যুদ্ধ

in story •  6 years ago 

জিবন যুদ্ধ

জিবন মানেই যুদ্ধ। এই যুদ্ধ অংশ গ্রহণ করে সবাই। এই যুদ্ধ জিততে হলে চাই পরিশ্রম। যে যুদ্ধ নিজের সাথে। জিবনে সফলতা চাই এই যুদ্ধে জিততেই হবে। সবাই চাই জিততে কিন্তু কে কতটুকু জিতবে তা নির্ভর করে পরিশ্রমের উপর। আমরা সফল মানুষের জিবনী দেখলে তা ঠিক পাই। সকলেই সাফলতা অর্জন করেছে কঠিন পরীক্ষা পার করে। সে কঠিন পরীক্ষা পার করতে লাগে কঠিন শ্রম।

image

যারাই কষ্টকে জয় করেছেন তাদের শ্রম দিয়ে। তারাই সফল মানুষ। তাদের সবাই মনে রাখে সারা জিবন। তাই নিজের লক্ষে পৌছানোর জন্য পরিশ্রম করা শুরু করি আর কঠিন বাধাকে পার করে এগিয়ে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

khub sundor motivational post. dhonnobad share korar jonno

You have gotten a vote courtesy of @ohimahathir!
(@alliedforces is sponsored by @jatinhota & @enginewitty)
Have you voted your witnesses?