শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামুয়ালাইকুম আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভাল আছেন।
বন্ধুরা,
আজকের পোস্টে আল্লাহর অলৌকিক এমন একটি সত্য ঘটনা বলতো চলেছে এতে রয়েছে প্রত্যেক মুসলিমের জন্য শিক্ষা।পাকিস্তানের প্রখ্যাত আলেমেদ্বীন সাহেব মাওলানা তারিক জামিল সাহেবের বয়ান ঘটনাটি শেয়ার করে ছিলেন। প্রায় 30 বছর আগের কথা তিনি বর্ণনা করেছিলেন, 5 দিন আগে দাফন করা এক ব্যক্তির লাশ উত্তোলন করে ময়না তদন্তের প্রয়োজন দেখা দেয়। একজন মেডিকেল অফিসারের সহকারি হিসেবে আমিও সেখানে গেলাম। কোর্ট মিঠুন এলাকার বাইরে থেকে এক কবরস্থানে লোকটিকে দাফন করা হয়েছিল। আমাদের সাথে পুলিশের ছিল এবং কবর খনন করার জন্য দুজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। লোকটির কবর খনন করার পর দেখা গেল বড় বড় পিপড়ার মত বহু পোকাটিকে পরিপূর্ণ। নিচের দিকে দেখা যাচ্ছে সাপ এবং বিচ্ছু।
এই ভয়াবহ দৃশ্য দেখে একজন শ্রমিক বেহুঁশ হয়ে পড়ল এবং সন্ধ্যায় সে ব্যক্তি মৃত্যুবরণ করেছিল। তো বহু পথ চেস্টার পর নিচের আংটাযুক্ত রশি ফেলে লাশ কবর থেকে বাইরে বের করা হলো। সে দৃশ্যের কথা মনে পড়লে চিন্তা করি কবরে আমাদের সাথে কেমন আচরণ করা হবে। কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। উল্লেখিত ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কবরের আজাব সরাসরি দেখা না গেলেও মহান আল্লাহতালা মাঝে মাঝে কিছু নিদর্শন দেখিয়ে থাকেন। কবরের আজাব, সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আজাব সম্পর্কে বলেছেন, কবরের আজাব এত ভয়ঙ্কর হচ্ছে তা যদি কোন মানুষ শুনত বা দেখত তাহলে তারা মৃত ব্যক্তির দাফন কাফন পর্যন্ত ছেড়ে দিত। কবরের আজাব দুনিয়ার সব কষ্টকে হার মানায়। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন।