স্বাধীনতা দিবসে বাবা তোমাকে জানায় হাজারো সালাম।
ইংরেজিতে পড়ার জন্য নিচে দেখুন- See below for reading in English
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা বাংলার মানুষ আনন্দে উৎযাপন করছে মহান বিজয় দিবস। সব কিছুর অবদান তোমার(বাবা)। বাবা, তুমি ২ নম্বর সেক্টর থেকে ৯ মাস যুদ্ধ করেছ দেশকে স্বাধীন করার জন্য। এনে দিয়েছেন মহান বিজয় দিবস।
আমি মুক্তিযুদ্ধ দেখেনি, আমি গুলির শব্দও শুনি নাই, আমি দেখি নাই গুলি কি রকম, আমি দেখি নাই দেশকে কিভাবে স্বাধীন করেছো। তবে ছোট বেলাই মার কাছে শুনেছি তোমার(বাবা) যুদ্ধ করার গল্প। কত কষ্ট করেছ ৯ মাস।
আমি যখন বুঝতে শিখেছি মুক্তিযুদ্ধ কি? তখন তোমাকে(বাবা) মাঝে মাঝে কাঁদতে দেখেছি। জানতে চেয়েছিলাম কেন কাঁদছো? তুমি বলে ছিলে প্রিয় বন্ধুর জন্য কাঁদছি। বাবা তার সেই বন্ধুটির জন্য এখনো কাঁদে। মাএ ১ মিনিটের ব্যবধানে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন বাবার প্রিয় বন্ধু।
বাবার যখন দেশকে শুত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে গিয়েছিল, তখন মা সেই ছোট ছোট সন্তান নিয়ে পথ চেয়ে বসে ছিলেন কখন বাবা বাসায় ফিরবে। একদিন বা দুইদিন নই, ৯ মাস বাবার জন্য অপেক্ষা করেছিল আমার মা। মা শুধু তাকিয়ে থাকতো বাবা কখন বিজয়ের মালা গলায় নিয়ে মাকে বলবে আমি ফিরে এসেছি। আমার সন্তান কোথায় তাদেরকে আমার কাছে নিয়ে আস। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বিজয়ের মালা গলায় দিয়ে মার কাছে ফিরে এসেছিল বাবা। বাবা দেশকে ভালোবেসে স্বাধীন করেছে। বাবা তোমার এই ঋণ কোন দিন বাংলার মানুষ পরিশোধ করতে পারবে না।
তোমাকে (বাবা) এবং ৩০ লক্ষ শহীদের জানায় বুকভরা ভালবাসা ও মহান বিজয় দিবসের শুভেচ্ছ ।
আমার বাবা-মার জন্য সবাই দোয়া করবেন। বাবা-মা দুইজন ই সুস্থ ও ভাল আছেন।
On Independence Day, my father greets you with thousands of salutations.
December 16 is the day of great victory. People all over Bengal are celebrating the great Victory Day with joy. Your (father's) contribution to everything. Dad, you fought for 9 months from Sector 2 to make the country independent. Has brought great victory day.
I have not seen the war of liberation, I have not heard the sound of bullets, I have not seen what kind of bullets, I have not seen how you have made the country independent. But I heard the story of your (father's) fight from my mother when I was young. How much you have suffered for 9 months.
When I learned to understand what is the liberation war? Then I saw you (Dad) crying sometimes. I wanted to know why you are crying? You said I was crying for my dear friend. Dad still cries for that friend of his. My father's dear friend was martyred by the Pakistani aggressors within a minute.
When the father went to fight to save the country from the enemies, the mother was waiting for the way with the little child when the father would return home. Not for a day or two, my mother waited for my father for 9 months. My mother used to just look at me when my father would tell me that I was back. Where is my child? Bring them to me. After fighting for 9 months, my father came back to Maar with a victory garland around his neck. Dad lovingly made the country independent. Father, the people of Bengal will never be able to repay this debt of yours.
Wishing you (Dad) and 3 million martyrs a happy and prosperous Victory Day.