হাবুর বাড়ির সেই রাতের ঘটনা

in story •  6 years ago 

হাবুর বাড়ির সেই রাতে যা  ঘটনা  ঘটেছিল 

হাবুদের বাসায় অনেক রাতে বেশ অদ্ভুত কিছু ঘটনা ঘটে । এই ঘটনার জন্য ওদের পরিবারের লোকজন বেশ আতঙ্কিত । রাতে ঘর থেকে কেউ বের হইনা । আর ওদের বাড়ি এমন জাইগাই যে বাড়ির চারিপাশে শুধু গাছ আর গাছ এর মাঝে বাড়ি । হাবুদের বাড়িতে বেশ বড় একটা তেঁতুল গাছ ছিল । আর এই তেঁতুল গাছেই ছিল ভূত পেত্নীদের আড্ডা । কিন্তু যত রাত বাড়ে ততো ভূতের আড্ডাটাও বাড়ে । আর এই আড্ডার কারনে হাবুদের পরিবারের লোকজন বেশ ভিতু হইয়া গেছে । রাত হলেই ভয়ংকর শব্দ । ভয়ংকর হাসি যে হাসি শুনলে যে কোন স্বাভাবিক মানুষ ভয় পাবে । কিন্তু ওরা কেউ কে ক্ষতি করে না । সুদু ভয়ংকর কিছু কাজ করে থাকে । অনেক দিন ধরে এদের বসবাস । 

আবার হাবুদের বাড়ি ছিল ২ তলা । আর ২ তলা সাদের উপরে রাতে ভূতেরা অনেক নাচানাচা করে । এমন শব্দ হয় মনে হয় কেউ সাদে লাফালাফি করতেছে । একদিন মজার ঘটনা হল । হাবুদের বাসায় অনেক মেহমান আসছিল । ওর ভিতরে একজন ছিল সাব্বির । ঘটনা টা ওর দিয়া শুরু হইছিল । তার অনেক রাতে ঘুম ভেঙ্গে যাই , পরে সে কিছু সময় খিয়াল করে যে সাদে অনেক শব্দ হচ্ছে । ও মনে করে যে সাদে ওদের সাথে যারা আসছিল ওরা হইত সাদে আড্ডা দিচ্ছে । এই মনে করে সাব্বির একা একা সাদে গেল , সাদে যাওয়ার পর দেখল সাদা কাপড় সবার শরীরে সুদু সাদা কাপড় দেখা যাই আর কিছু দেখা যাই না । সাব্বির মনে করে ওর দাদি হবে হইত । এই ভেবে সাব্বির কাছে যাওয়ার চেষ্টা করল । এবং একটু কাছে যাওয়ার পর দেখে ঐখানে কেউ নাই । সারা সাদ খুজল সাব্বির কিন্তু কেউকে পেল না। অনেক নাম ধরে ডাকল কিন্তু কেউ উত্তর নিল না । সাব্বির মনে করতেছে ওর সাথে সবাই লুকচুরি খেলতেছে । সাব্বির নিচে চলে আসলো যখন কেউকে খুজে না পেল । 

image source

কিছু সময় পর আবার সাব্বির শব্দ শুনতে পেল আগের মতই সেই শব্দ । আবার সাব্বির সাদে গেল ,এইবার সাব্বির চুপিচুপি গেল , এবং পাশে কিছু সময় দাড়াই থাকল আসলে সাদে কে কে আছে তাই দেখার জন্য । কিন্তু সে যা দেখল সেটা দেখার পর সে ভয়ে প্রাই শেষ । তার মুখে কোন কথা ছিল না। সে এই চিত্র দেখার জন্য কোন পস্তুত ছিল না । সে এবং চিৎকার করে উঠলো । তখন হাবুর পরিবার চিৎকার শুনতে পেল তখন হাবুর পরিবারের লোকজন সাদে গিয়া দেখে সাব্বির অজ্ঞান হইয়া গেছে । তার কোন হুশ ছিল না । তখন সাব্বিকে নিচেই নামাই আনে এবং মাথাই পানি দিলে সে জ্ঞান ফিরে আসে । এবং সে অনেক কান্না করে । তার চোখ অনেক লালা হইয়া গেছিল । সে অনেক ভয় পাইছিল । জীবনে প্রথম বারের মত এইচিত্র দেখছিল তাও হটাত করেই । সে নিতে পারেনি । পরে তাকে হুজুরের কাছ থেকে পানি পড়া খাওয়ানো হয় । এর পর আসতে আসতে সে স্বাভাবিক হয় । এই ছিল হাবুর বাড়ির ঘটনা ওইদিনের । এর পর মাঝে মাঝেই এই ঘটনার সাথে ওরা পরিচিত । সবাইকে অনেক ধন্যবাদ । 

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

✅ Enjoy the vote! For more amazing content, please follow @themadcurator for a chance to receive more free votes!

Congratulations @salahuddinkhan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You got a First Vote

Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!