কতদিন আমি পুড়িনি তোমার প্রেমের তাপে
জ্বলিনি তোমার অসহনীয় অশ্লীলতায়,
কতদিন তুমি Message করোনি Whatsapp এ
লুকিয়ে দেখনি তোমার inbox টায়।
.
কতদিন আমায় ইচ্ছেডানায় সামিল করে
যাওনি উড়ে দেখাতে ওই মেঘের মুলুক,
Miss করি খুব তোমার সাথে ঘুমের ঘোরে
"Good Morning ", চায়ের কাপে প্রথম চুমুক।
.
অল্প আলো শহরতলীর Concrete ভীড়
দেওয়াল ঘড়ি বলছে সময় রাত বারোটা,
ভিজছে বালিশ, নিঃশব্দে, করছে জাহির
একান্তে ওর অস্তিত্বের গুরুত্বটা।
.
সব পেয়েছি-র দেশে না হয় নাইবা গেলে
মিটিয়ে দিতাম রুমাল মোছা ঠোঁটের দাবি,
তুমি, আমি, হঠাৎ বৃষ্টি, শেষ বিকেলে
ইচ্ছেগুলো তখন ছিল খুব কেতাবি।
.
থামলে থেমো রাস্তা আরও অনেক বাকি
এগিয়ে যেতে চাইলে না হয় যেও চলে,
এখনও আমার সব ক্ষতকে জাগিয়ে রাখি
অপেক্ষাতে আজও তুমি আসবে বলে।
.
ব্যর্থতা আর ধুলো পড়ে যাওয়া স্মৃতি একরাশ
গুমরে মরে Album আর চিঠির ভাঁজে,
চাপা অভিমান ভাঙায়নি কেউ, দীর্ঘশ্বাস,
অযাচিত প্রেম ফুঁপিয়ে ওঠে তার এসরাজে।
.
ল্যাম্পপোস্টের নীচে একটু ঘনিষ্ঠতা
শরীর দু'টোর প্রতিবিম্ব আজও মেশে,
এই তো জীবন, দুরূহ প্রেমের অবাধ্যতা
নিয়মগুলো পাল্টে গেছে বদ অভ্যাসে।
.
আমার আকাশ, আমার শহর, আমার সকাল
কিনতে পারো ভীষণ সস্তা, College Street-এ
সম্পর্কটা থাকুক না হয় সমান্তরাল
লুকিয়ে বাঁচুক বাক্সবন্দী ডাকটিকিটে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!