-: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আসেন। :-
-গল্প শুরু করা হচ্ছে-
পরের দিন সকাল থেকেই অনুষ্ঠানের জন্য কাজ শুরু করে দেওয়া হয়। বিকালে হবে খির খাওয়ানো। বাড়ির সবাই যে যার কাজে লেগে গেছে। আবিরদের উপর ঘর সাজানোর দায়িত্ব, বেলুন, জরি আরো নানা কিছু দিয়ে ঘর সাজাতে হবে।
-:-
আবির, সানজিদা, পুতুল, সাজিম আরো কিছু কাজিনরা মিলে ঘর সাজাচ্ছে। সাজিমের দিকে আবিরের নজর, কোনভাবেই সানজিদার সাথে ওরে কথা বলতে দেওয়া যাবেনা। আবির ভাবতে থাকে কি করা যায়? এমন সময় সানজিদা বলে ওঠে।
-:-
কাজ ভাগাভাগি করে নিলে সুবিধা হবে। আবির আর সানজিদা বেলুন ফুলাবে এবং টেপ দিয়ে দেয়ালে লাগাবে। ওইদিকে পুতুলের সাথে সাজিমরে লাগাই দিছে। ভালোই হয়ছে, আবির মনে মনে বলে। সানজিদা এদিকে সব কাজ আবিরকে দিয়ে করিয়ে নিচ্ছে এবং নিজে বসে বসে কার্টুন দেখছে। আবিরও বাধ্য ছেলের মতো সানজিদার সব কথা শুনতেছে।
-:-
সকল বেলুন ফুলাতে গিয়ে আবির একেবারে হাঁফিয়ে গিয়েছে। পোলাই দম নিতেই আছে, আবির সানজিদাকে বলে, তুমি তো কিছু সাহায্য করতে পারো, সানজিদা বলে তুই আছিস কি জন্য তাইলে। আবির বুঝতে পারে তারে দিয়ে কাজ করানোই সানজিদার মূল উদ্দেশ্য ছিলো। আচ্ছা করে গালি দিতে থাকে মনে মনে। সানজিদা হয়তো তা বুঝতে পারে।
-:-
সানজিদা আলতো করে তার চুলে হাত বুলিয়ে বলে, আচ্ছা তোরে চকলেট কেক খাওয়াবো পরে, লেউ পোলার হাসি দেখে কে, সানজিদা জানে আবিরের চকলেট কেক অনেক বেশিই পছন্দ। আবিরও ফিক করে হেঁসে দেয়।🥰
-:-
সকল কাজ শেষ। বিকালের সময় অনুষ্ঠান শুরু হবে। সাজিম আবার আবির আর সানজিদার খুনসুটি দেখে শয়তানি বুদ্ধি পাকাতে থাকে...
-: পরের পর্ব তারাতারি আসবে :-