এক ক্লায়েন্টের অফিসে গেছি তৌসিফের সাথে। আমি ওর রিপোর্টিং বস হিসাবে ওর সাথে ছিলাম। ওদের ERP এর জন্য আমরা বিড করছিলাম। যদিও ওরা আমাদের কাছ থেকে সাপোর্টিং কোটেশন কালেক্ট করতেছে। কারন তারা অলরেডি আরেকটা কোম্পানিকে পারচেজ অর্ডার দিয়ে দিছে। এখন আমাদের ডাকছে অডিটের কমপ্লাইন্স এর জন্য। কারন ওদের ৩টা কোটেশন লাগবে। আর এমন ভাব নিতাছে যে আজকেই আমাদেরকে কাজের অর্ডার দিয়ে দিবে। তাই একটু বিরক্ত নিয়েই প্রেসেন্টেশন দিচছিলাম। তাদের দুইজনের একজন ছিলো আবার মহিলা।
মিটিং রুমে প্রেজেন্টেশনের এক পর্যায়ে মহিলাটি তৌসিফকে একটা পেন ড্রাইভ দিয়ে একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল খুলতে বলে যে কিভাবে একটা মডিউলের রিপোর্টিং হবে। কথাগুলা এইভাবে বলছিলেন মহিলাটি।
"এইটা লাগান "(পেন-ড্রাইভ লাগাইতে বলেছে)
"এইখানে থামেন, এইটায় চাপ দেন।" (একটা এক্সেল ফাইল দেখিয়ে)
"ভিতরে ঢুকেন, নিচে নামেন। আর না, আর না। আবার উপরে উঠেন।"(এক্সেল ফাইলকে স্ক্রল করার জন্য)
"এইভাবে করতে হবে, বুঝছেন?"
এইসব কথাবার্তা শুনে তৌসিফের মেজাজ খারাপ হয়ে যায়। আর বলে "ম্যাম, একটু আসতে বলেন, বাইরে লোকজন শুনলে কি মনে করবে!"
৫ সেকন্ড পর অবশ্য ম্যামের মুখ খানা লাল হয়ে গিয়েছিলো। আমরা কোন মতে প্রেসেন্টেশন শেষ করে বের হয়ে আসি।
Image: pixabay
Sorry, I cannot understand. 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
sorry for that, the language is called Bangla / Bengali.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I upvoted
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit