হযরত আলী (রাঃ) এর জীবনী পর্ব -৬
হযরত আলী রাঃ ৬০০ ইয়াসী সনে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেন। তিনি হযরত মুহাম্মদ এর ৩০ বছরের ছোট। তাঁর মাতা হযরত ফাতিমা বিনতে আসাদ কাবা ঘর তাওয়াফ করা অবস্থায় প্রসব বেদোনা আরম্ভ হয়। সাথে সাথেই তিনি কাবা ঘরে ঢুকে পড়লে সেখানেই হযরত আলী জন্ম গ্রহণ করেন। মায়ের পক্ষ থেকে তাঁর নাম রাখা হয় হায়দার এবং পিতা আবু তালিব তার নাম রাখেন আলী । তখন পর্যন্ত গোটা আরবে কারো এমন সুন্দর নাম রাখা হয়নি। এজন্য আবু তালিব একে ইলহামী নাম বলে উল্লেখ করেন। আবুল হাসান ছিল তাঁর কুনিয়াত। তাঁর উপাধি ছিলো আসাদুল্লাহ অবশ্য হযরত মুহাম্মদ তাকে আবু তুরাব বলেও ডেকেছেন। এবং তিনি এ নামেও প্রসিদ্ধ ছিলেন। আবু তুরাব অর্থ মাটির পিতা।
প্রিয় পাঠক হযরত আলী (রাঃ) এর জীবনী এর জীবনী পরুন। লাইক , কমেন্ট এবং শেয়ার করুন।
This is a good story and I like it.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit