আজ শুক্রবার হলেও সকাল থেকে বাসায় থমথমে অবস্থা। এ নিয়ে তৃতীয়বারের মতো শিলার বাবার মানিব্যাগ থেকে একশ টাকার নোট হারানো গেছে! চোর ট্রিকবাজিতে হ্যাট্রিক করে ফেলল; অথচ ধরা পড়ল না। শিলা নিজের পড়ার রুমে বসে চুপচাপ চিন্তা করছে। বাবার মানিব্যাগ থেকে টাকা হারানোর বিষয়টির কোনো সুরাহা যদি সে করতে পারে, তাহলে বাসার সবাই তার বুদ্ধির দৌড় সম্পর্কে একটা
আইডিয়া অন্তত পাবে। মেয়েরা এভারেস্ট জয় করছে, প্যারাট্রুপার (ছত্রীসেনা) হয়ে সুপার গতিতে টুপ করে আকাশ থেকে লাফিয়ে পড়ছে; এসবের তুলনায় একটা ছিঁচকে ও মিচকে চোর ধরা কঠিন হবে না নিশ্চয়।
শিলা ইতোমধ্যে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের ব্যাপারে সে হন্তদন্ত ভাব দেখাচ্ছে না; বরং শান্তভাবে চিন্তা করছে। মামার কাছ থেকে গিফট পাওয়া ডায়রিতে লিখল, মানিব্যাগ থেকে একশ টাকা হারাতে পারে কয়েকভাবে.