সত্যিকারের ভালোবাসার মায়া - আমার নিজের লেখা গল্প এবং কবিতা।। পর্ব-01

in story •  3 months ago 

ইয়া আল্লাহ। তুমি রহম করো, আমি যে আর পারছি না। আমার জীবনে এমন কেন হলো? আল্লাহ তুমি এর উপায় খুঁজে দাও। তুমি শখ করে যে মানুষকে সৃষ্টি করেছো, আমি তো সেই জাতি, তুমি আমার দোয়া কবুল করো।

1718682616646.jpg

হে রাব্বুল আলামিন! হে সৃষ্টিকর্তা! আমি যদি আমার অজান্তে কোনো ভুল করে থাকি, তবে তোমার প্রথম সৃষ্টি হযরত আদম (আ:) ও বিবি হাওয়ার মতো আমাকেও ক্ষমা করে আমার মনের মানুষকে আমার কাছে এনে দাও।

হাতে ধরা পত্র ফাইজুর পড়ার ইচ্ছে শক্তি থাকলেও পড়তে পারেনি। বিষাক্ত মন ওকে গ্রাস করে ফেলেছে। তবুও আল্লাহর ওয়াদার কথা ভোলেনি। পার্কের মধ্যে বড় রুমালটা বিছিয়ে দু'রাকাত নফল নামাজ আদায় করে, মোনাজাত ধরে।

হে রাব্বুল আলামিন! যেহ মহান স্রষ্টা! কুল-মাখলুকাতের সৃষ্টি জগতের প্রতিপালক হে আল্লাহ, তোমার লীলা খেলা বুঝা বড় দায়। তুমি যা ভাল মনে করো, তাই করো। তোমার তুলনা তুমিই। তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না।

হে মাবুদ একমাত্র তুমিই পার আমার মনের ঝড় নিবারণ করতে। আমি আজ তোমার দরবারে দু'হাত তুলেছি, আমাকে ক্ষমা করে আমার আশা পূরণ করে দাও। হে আল্লাহ! তুমি মহানকৃপাময় দয়ার আধার ও ক্ষমতাশীল, অতএব আমি যত বড় অপরাধ করে থাকি না কেন, তুমি ইচ্ছে করলেই ক্ষমা করে দিতে পার।

1718682241071.jpg

For work I use:


মোবাইল
Symphoney V85
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
গোলাপগ্রাম, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

আমি শুনেছি, আমি পড়েছি তোমার প্রিয়পাত্র হযরত মোহাম্মদ (স:)-এর উছিলায় হযরত আদম (আ:) ও বিবি হাওয়ার সমস্ত গুনাহ ক্ষমা করে
দিয়েছিলে হে প্রভু। তোমার সে প্রিয়পাত্র হাবীর (স:)-এর উছিলায় আমাকেও মাপ করে আমার প্রিয়াকে আমার বুকে এনে দাও।

ফাইজু পার্ক থেকে বের হয়ে সোজা মসজিদে যায়। নামাজ আদায় করে তখন আর হোটেলে যায়নি, কয়েক রাকাত নফল নামাজ পড়ে মসজিদেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙ্গল তখন মোয়াজ্জিনের কন্ঠে সুমধুর আওয়াজ পেয়েই উঠেছে।

ফাইজু ওজু করে এসে জামাতেই নামাজ আদায় করে হোটেলে চলে যায়। মনটা কেন যেন টানে প্রিয়ার হাতের লেখাটা পড়ার জন্য, তাই পাঞ্জাবীর পকেট থেকে বের করে আনে পত্রটা। পত্রের লেখাটা চোখের সম্মুখে আনতেই চোখের ভেতর খেলতে থাকে জলের ঢেউ, অস্পষ্ট হয়ে আসে অক্ষরগুলো, বুকটাও ব্যথায় ভেঙ্গে মুচড়ে আসে। কণ্ঠটা আটকে থাকে, চিৎকার করেও কাঁদতে পারছে না।

তবুও মনে মনে আওয়াজ ধ্বণিত হয়। হে সৃষ্টিকর্তা তুমি বড়ই নিষ্ঠুর। আমাকে কেন এত আঘাত দিচ্ছ। তবুও নিজেকে ও পাপ আত্মাকে সংযত রেখে তওবা করে। আল্লাহর কোনো দোষ নেই। তিনি নিদোর্ষ, সব আমার কপালের লিখন।

ফাইজু আঙ্গুলের ডগা দিয়ে চোখ দুটো মুছে পত্র পড়তে মনোযোগ দেয়। প্রিয়তমার পত্র কত আনন্দ কত আবেগ মাখা কিন্তু তবুও সেই অংশে নিতে পারেনি তাকে আশি মন ওজনের ব্যথা টেনে নিয়েছে ব্যথার সাগরে। পত্রখানা মনে হতে থাকলো একটা বিষের পেয়ালা। যা পাঠ করলে সারা অঙ্গে বিষ ছড়িয়ে পড়বে। এর পরও সেই পত্র পড়া থেকে বিরত থাকতে পারেনি। পড়তে আরম্ভ করলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @upex with a 2.06% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 9.274080743684715 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.