আজ বিকেলে আমাদের বাসায় মিলাদ। গৃহপ্রবেশ। আসবেন।
ইনু মা-র দিকে তাকাল। বলল, দেখি মা কি বলে।
বলে আবার জানালায় মা-র দিকে তাকাল। শিরীন তার দৃষ্টি অনুসরণ করে মেরীকে দেখল। ও সিঁড়ি ভেঙ্গে বারান্দায় উঠে এল। বলল, আপনাকে না বলে উনি কিছু করেন না ফুফু?
ও যাবে শিরীন। তুমি কি ভিতরে আসবে?
-না ফুফু। আমার অনেক কাজ। কাজ না থাকলেও কাছাকাছি না থাকলে মা
অস্থির হয়ে যান। আপনিও আসবেন। আসবেন তো? বলুন আসবেন। কি সুন্দর মেয়েটা। কি রকম ঘনিষ্ঠের উষ্ণতা নিয়ে কথা বলে। মেরীর কান্না
পেল।
For work I use:
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
ময়মনসিংহ সার্কিট হাউস থেকে বের হল খুব ভোরে।
ইউসুফের ফ্রেঞ্চকাট দাড়ি, চোখে কালো চশমা, হাল্কা সবুজ হাওয়াই শার্ট, ধূসর প্যান্ট, পায়ে কে। মিতা হাল্কা কমলা রঙের শাড়ি পরেছে, জামা হাল্কা নীল, পায়ে কোলাপুরি স্যান্ডেল। মিতার চোখেও সানগ্লাস।
সার্কিট হাউস থেকে পাকা রাস্তা ধরে ওরা পূর্বদিকে কিছুটা এসে সার্কিট হাউস ময়দানের পূর্ব প্রান্তের রাস্তা ধরে উত্তর দিকে হাঁটতে থাকল, ব্রহ্মপুত্রের পার ঘেঁষে। ডাইনে মাঠে দুর্বাঘাসে শিশিরের টোপর। অজস্র। দু'জনেই দেখলো। ওরা তাকাল বাঁদিকে, ব্রহ্মপুত্রের দিকে। নদী এখন পূর্বদিকে বেশ দূরে সরে গেছে।
For work I use:
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
কিছুটা সবুজ গাছ-গাছড়া, তারপর জলের ধারা, উপরে সুনীল আকাশ।
মিতা বলে উঠল ফিসফিস করে, আমার ভীষণ ভাল লাগছে। আকাশ নদী সবুজ, উঃ অসহ্য!
আমারও। মনে হয় স্বপ্নের ভিতর দিয়ে সেইসব দিনের ভিতর ঢুকে গেছি। -একা এলেও তোমার এমনি ভাল লাগতো?
- বোধ হয়, না।
মিতা হাঁটতে হাঁটতে কি যেন ভাবল। তারপর ধীরে ধীরে বলল, পৃথিবীর কোন ভালই একা একা ভাল লাগে না। একজন কেউ পাশে থাকলে এমনিতেই সব ভাল লাগে। তুমি কি এটা ফিল করতে পারছ?
ইউসুফ হঠাৎ চঞ্চল হয়ে উঠল, সে অবারিত হল যেন, কালো চশমাটা খুলে সে হাতে রাখল, বলল, কি আশ্চর্য! ঠিক এই কথাটাই এইমাত্র আমার মনে এল।
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.
আরো অনেক সুন্দর গল্প লিখতে হবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit