ভূমিকাঃ
মাঝে মাঝে আমাদের চারপাশের জীবন, প্রকৃতি, পরিবেশ, সৌন্দর্য্য ও নানাবিধ বিষয় নিয়ে লিখতে ইচ্ছে হয় যেসব লিখার বিষয়বস্তুকে কোন নির্দিষ্ট গন্ডীর মধ্যে ফেলা যায় না। এরকম বিষয়বস্তুগুলোকে নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি
-তে আমি একটি সিরিজ লিখছি যার নাম দিয়েছি প্রাসঙ্গিক প্রসঙ্গ
যেখানে কোন বিষয় বা প্রসঙ্গ নিয়ে ব্যাক্তিগত মতামত ও পর্যালোচনা করে থাকি। এই লিখার বিষয়গুলো হচ্ছে ব্যাক্তিগত শিক্ষা, অভিজ্ঞতা ও উপলব্ধির সমন্বয়। পড়ে দেখুন, আশা করি ভাল লাগবে।
পর্ব ২১ : ট্রেন্ডিং টপিক এর দিকে না ঝুকে বরং নিজের শক্তি ও দক্ষতার জায়গাতে বেশি ফোকাস করুন
আমার কাছে আমার বাংলা ব্লগ কমিউনিটির যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় ও ভাল লাগে তা হল এখানে বিভিন্ন ক্রিয়েটিভ মানুষের সমাগম। আমাদের এই কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ এবং ক্রিয়েটিভ শিল্পী রয়েছেন যারা অনেক চমৎকার চমৎকার কাজ আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আর এইসব কাজের মাধ্যমে তারা এই কমিউনিটিকে আস্তে আস্তে যেমন সমৃদ্ধ করছেন পাশাপাশি নিজেদের অবস্থানকে আরো সুদৃঢ় করতে পারছেন কমিউনিটিতে।আজকে আমি স্টিমিট প্লাটফর্মে কিংবা আমার বাংলা ব্লগ কমিউনিটি তে সফলতার একটি মূলমন্ত্র আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে নিজের সবচেয়ে শক্তিশালী জায়গাতে ফোকাস করা।
আমরা অনেকেই বিভিন্ন ক্ষেত্রে দক্ষ। তবে একেকজনের দক্ষতার পরিসীমা একেক রকম। কেউ লেখালেখিতে খুব দক্ষ, কেউ আঁকাআঁকিতে দক্ষ, কেউ গান গাওয়াতে দক্ষ কেউবা রেসিপিতে দক্ষ সুতরাং এখানে একজন মানুষ একেকজন একেক ক্ষেত্রে দক্ষতা নিয়ে গঠিত। এরকম খুব কম মানুষই পাওয়া যাবে যিনি কোনো ক্ষেত্রে দক্ষ নন অথবা একেবারেই ক্রিয়েটিভ নন। বিভিন্ন মানুষের মাঝে বিভিন্ন রকম দক্ষতা বিভিন্ন ভাবে গড়ে ওঠে। তাই সবাই কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই দক্ষ। আমি অবশ্য একটু ব্যতিক্রম কারণ আমার আসলে তেমন কোন দক্ষতাই নেই। না পারি আঁকাআকি, না পারি রান্নাবান্না আর না পারি গান। তবে বাথরুম সিঙ্গার হিসেবে মনে হয় ভালই গেয়ে থাকি। হা হা
Source: Image by Jenny Shead from Pixabay
তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকেই নিজেদের মধ্যে একটি অনন্য গুণাবলী ধারণ করেন যেটা এপিজে আবদুল কালামও মনে করতেন যা তিনি তার উইংস অফ ফায়ার বইতে উল্লেখ করেছেন। সময় পেলে বইটি পড়বেন। যাক, সেই অনন্য গুণাবলীর জায়গাটাতে প্রত্যেক ব্যক্তি অনেক দক্ষ। তাই আমরা যদি আমাদের নিজেদের যে দক্ষতাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের পক্ষে এই ব্লগিং প্লাটফর্মে কিংবা আমার বাংলা ব্লগে যেমন সফল হওয়া যেমন সম্ভব তেমনি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য সফল হওয়াটা অনেক সহজ। কোন ব্যক্তি যেই কাজে দক্ষ তিনি সেই কাজটিকে যদি আরো বেশি ভালভাবে প্রকাশ করেন এবং আরো মনোযোগের সাথে সেই কাজটি করতে পারেন তাহলে সেই কাজটিতে অনেক বেশি পরিমাণে সফলতা অর্জনের দিকে এগিয়ে যেতে পারেন।
কিন্তু আমরা অনেক সময় দেখে, মানুষ তার উল্টা কাজ করে অর্থাৎ ট্রেন্ডিং কোন বিষয়ের উপর গুরুত্বারোপ করে। ট্রেন্ডিং কোন বিষয়ে যদি দক্ষতা না থাকে তাহলে সেইটাতে ভালো করতে গেলে অথবা কাজ করতে গেলে যে পরিমাণ সময় ব্যয় করতে হবে কিংবা মেধা ব্যয় করতে হবে সেই পরিমাণ সময় এবং মেধা যদি নিজের শক্তিশালী বা স্ট্রং পয়েন্টে কেউ করে থাকে তাহলে সে অবশ্যই আরো বেশি পরিমাণে ভালো করতে পারবে যদিও তার টপিকটা ট্রেন্ডিং টপিকস' না হয়ে থাকে। আমরা অনেক সময় অন্যকে দেখে অনুকরণ করতে পছন্দ করি এবং সে অনুকরণ করতে গিয়ে এই ব্যাপারটা ভুলে যাই যে, যাকে অনুসরণ করছি তিনি হয়তোবা এই ব্যাপারটা জানেন কিন্তু আমি এই ব্যাপারটাতে হয়তো দক্ষ নাও হতে পারি। তাই অনুকরণ এর চেয়ে বরং নিজের শক্তিমত্তার জায়গাটাকে আরো বেশী মজবুত করাটা অনেক বেশি জরুরী।
Source: Image by Gerd Altmann from Pixabay
অনেকেই আছেন কবিতা লিখতে পারেন কিন্তু ভালো রান্নাবান্না পারেন না তারপরও রান্নাবান্নার ক্ষেত্রে তিনি চেষ্টা করে যান। এই চেষ্টা করাটা অবশ্যই ভালো কারণ আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে কোন একটা কাজে সফলতা এবং দক্ষতা অর্জন করা সম্ভব। কিন্তু এই সামান্য চেষ্টার পাশাপাশি নিজের যে স্ট্রং পয়েন্ট রয়েছে সেখানে যদি আরো বেশি ফোকাস করা যায় তাহলে হয়তোবা সেই কাজটাতে আরো বেশি পরিমাণে ভালো করা সম্ভব।
অনেকে হয়তো ভাবছেন আমি স্ট্রং পয়েন্ট এর বাইরে গিয়ে কোন ট্রেন্দিং টপিক নিয়ে কাজ করতে নিরুৎসাহিত করছি। আসলে আমি নিজেই এটা বলছি না যে আপনি ট্রেন্ডিং টপিক থেকে সরে আসুন বরং এটা বলার চেষ্টা করছি যে, আপনারা নিজেদের শক্তিশালী জায়গাটাতে একটু বেশি ফোকাস করুন এবং তারপরে অন্য বিষয়ে ফোকাস করুন। আপনার শক্তিশালী জায়গা থেকে যদি আপনি অনেক গুছিয়ে এবং ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই সেটি অনেকের কাছেই খুবই গ্রহণযোগ্য এবং প্রশংসনীয় হবে বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ আপনি আপনার গুরুত্বপূর্ন সময় যেখানে সেখানে না দিয়ে বরং নিজের শক্তিশালী জায়গাটাতে বেশি সময় দিলে আপনি নিজের শক্তিশালী জায়গার মাধ্যমে নিজের অবস্থানকে অনেক বেশি সমৃদ্ধ করার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন এবং আমি এটা বিশ্বাস করি।
এই সিরিজে পূর্বের পোস্টগুলোর তালিকাঃ
আমি কেঃ
ভাই আপনি একটা বিষয় সবথেকে বেশি স্পষ্ট করে বলেছেন সেটা হচ্ছে অনুকরণ না করা। তবে আমাদেরকে তো এই স্বভাবটা সেই আদিকাল থেকেই। আমাদের মাঝে কেউই যদি একটি কাজ ভালো করে ।আমরা সবাই ওই কাজটা নিয়ে ঝুঁকে পরি । নিজের ভেতরের যে স্ট্রং জোন সেটা নিয়ে কেউ ভাবে না । এপিজে আবুল কালাম আজাদের উইংস অফ ফায়ার বইটি পড়েছি । তিনি নিজের বুদ্ধি বিবেক জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বত্র ছড়িয়ে দিতে বলেছেন তিনি নিজেকে এমন ভাবে আবিষ্কার করতে বলেছেন যা শুধু মাত্র আমাদের অধ্যবসায় মাধ্যমে অর্জন করতে পারি । তবে আমাদের অবশ্যই আমার যে কাজটা ভালো জানি সেটাই দক্ষতার সহিত করা ভালো হবে আর অন্যান্য যে কাজগুলো আমরা অল্প পারি নিজের সক্ষমতা বাড়ানোর জন্য সেগুলো শিখতে পারি । আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আমাদের সাথে এত সুন্দর বিষয়গুলো নিয়ে হাজির হওয়ার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন কথাগুলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি যখন কমিউনিটিতে গিয়ে আপনার পোস্ট খুঁজছিলাম তখন দেখি আপনার পোস্ট নাই । অবশেষে আবার আপনার আইডি খুঁজে বের দেখলাম যে আপনি পোস্ট করার সময় হয়তো কমিউনিটি সিলেকশন করতে ভুলে গেছেন। যদিও এমনটা আমারো মাঝে মাঝে হয় । তবে একটু চেষ্টা করবেন ,পোস্ট করার সময় কমিউনিটির নামটা একটু ভালো করে খেয়াল করার জন্য। যাইহোক পোস্টটা ভালো ছিল ,শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এজন্যই ভাবছিলাম এত ভাল একটি পোস্ট করলাম কিন্তু কোন কমেন্ট তেমন পাওয়া গেল না কেন। ধন্যবাদ ভাই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য। এখন এরকম ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে গেল কারণ আগে এই বিষয়টি চেক করে নিব যে কমিউনিটি ঠিক আছে কিনা। অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
!invest_vote
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
!invest_vote
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@umuk denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@umuk thinks you have earned a vote of @investinthefutur !
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit