ছাত্র জিবনে আমাদের শিক্ষা
ছাত্র জীবন বড় কষ্টের জীবন ।এইখানে কেও মানুষ হতে পারে আবার কেউ পারে না। কেউ পড়াশুনা চালাই যেতে পারে আবার কেউ ঝরে যাই। যারা পড়াশুনা করে ওদের ভবিষ্যৎ অনেক ভাল ।যারা ঝরে যাই ওদের ভবিষ্যৎ অনেক কষ্টে কাতে।ছাত্র জিবন থেকে আমাদের সব কিছু শিক্ষা নিতে হবে। এই জিবনে যদি কেউ শিক্ষা না নিতে পারে তাহলে সে আদর্শ বান হতে পারবে না। এই জিবনে যারা বিয়াদপ হয় তারা সারাজীবন বিয়াদপ হয় । আর এই জীবন কষ্টের জীবন। এই জিবনে যদি কেউ আরাম চাই তাহলে সে পরবর্তী জিবনে কষ্ট ভোগ করবে । ছাত্র জীবন অনেক কষ্টের মাঝে পার করে । পড়াশুনার মত কষ্ট পৃথিবীতে কিছু নাই । এই জিবনে আমাদের সব কিছু ত্যাগের মাধ্যমে শিক্ষা নেওয়া উচিদ । অনেক ছাত্র আছে যারা সারা দিন রাত পড়াশুনা করে । আবার অনেক ছাত্র আছে দিন রাত ঘুমাই কাটাই । আপনি বড় বড় মনীষীদের দিকে লক্ষ করুন জিবনে অনেক ত্যাগ করে অনেক পরিশ্রম করে তারা পৃথিবীর বুকে সুনাম অর্জন করেছে । তবে আমাদের ছাত্র জিবনে কিছু শিক্ষা আছে ।
ছাত্র জীবন থেকেই আমাদের লক্ষ রেখে পড়াশুনা করতে হবে। আপনি যদি ভবিষ্যতে ডাক্তার হতে চান তাহলে আপনাকে অনেক পড়াশুনা করা লাগবে । আপনি যদি টার্গেটের মাধ্যমে পড়াশুনা চালাই যান তাহলে আপনি একদিন সার্থক হবেন । তবে যারা ডাক্তার হয় এদের সারাজীবন পরিশ্রম করতে হয় ।কিন্তু ডাক্তারা অনেক টাকা রোজগার করতে পারে। তবে যারা ডাক্তার হতে পেরেছে এদের জীবন লক্ষ করে আপনি চলতে পারেন । আপনি ওদের পরামর্শ নিতে পারেন আপনি কিভাবে চলবেন । কিভাবে পড়াশুনা করলে আপি সাফল্য পাবেন ।এইরকম নানা প্রশ্ন নিয়া আপনি জেনে নিতে পারেন । তারপর আপনি আপনার মত করে পড়াশুনা চালাই যেতে পারেন । আপনার লক্ষ নিয়া আপনি সামনে আগাই যাই । এটাই আপনার লক্ষ থাকবে ।
wow post... visited my post please:https://steemit.com/spanish/@dollface19/tu-desprecio#comments
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit