"সঠিক নিয়মে বই পড়ি সল্প পড়ায় ভাল রেজাল্ট করি"
৩।পড়ায় একান্ত মনোনিবেশ করঃ
দেখা যায় যে আমরা অনেকেই আছি যারা বই সামনে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি কিন্তু ভেবে দেখো তো, এর মধ্যে কতটুকু সময় আমাদের মনোযোগের সাথে পড়া হয়? খেয়াল করলে দেখা যায় যে , প্রতিদিন আমরা অখন্ড মনোযোগের সাথে বই পড়ি যা আমাদের কাজে আসে না শুধু সময় টাকেই নষ্ট করে। পড়তে বসলেই যেন সব চিন্তা মাথায় এসে ভর করে, মনে হয় “জাস্ট ২ মিনিটের জন্য ফেসবুকে যাব ! আর চলে এসেই বই পড়ব অথবা ” “ টিভিটা অন করেই খেলার আপডেট টা দেখেই টিভি বন্ধ করে দিবো!" এমন ইচ্ছা গুল আমাদের সবার ক্ষেত্রেই কমবেশি হয়। এই ইচ্ছাগুলো এখনই ঝেড়ে ফেলে দাও মাথা থেকে।
একই সাথে অনেক গুলো কাজ করতে গেলে কোন কাজই ভালভাবে করা যায়না। যখন পড়তে বসবে, তখন সম্পুর্ণ মনোযোগ থাকবে বইয়ের পাতায়। মনোযোগে বাধা সৃষ্টি করতে পারে এমন যা কিছু আছে, সবকিছু দূরে সরিয়ে রাখ পড়ার সময়টাতে। অল্প সময় পড়লেও ১০০% মনোযোগের সাথে পড়লে সেই পড়াটা বেশি কার্যকর হবে।আর ফেসবুকিং, খেলার আপডেট দেখার জন্য তো পড়ার মাঝে ব্রেক আছেই ১ নাম্বার পর্বে।
৪।বড় বড় লক্ষ্য নয় ছোট ছোট লক্ষ্য তৈরি করঃ
আমরা সবাই যখন কোন ক্লাসে বা কোন ইয়ারে উঠি তখন বছরের শুরুতেই লক্ষ্য ঠিক করি, “এইবছর ফাটায়ে পড়াশোনা করবো! এই ইয়ারে ভাল রেজাল্ট করব” এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেই “লক্ষ্য” লক্ষ্য হয়েই থেকে যায়, সেটা আর বাস্তবে রুপান্তর হয়না।কারন আজ না কাল থেকে পড়া শুরু করব এমন গড়িমসি করতে থাকি এবং একটা পর্যায়ে যেয়ে পড়ার আগ্রহটাই হারিয়ে যায়।তাই প্রতিদিন ছোট ছোট লক্ষ্য তৈরি করো। যেমন ধরো আজ এই চ্যাপ্টার টা শেষ করব অথবা আজ এই ম্যাথ গুল শেষ করব এরকম একদিনের প্ল্যান ঠিক করো। এবং সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত পড়া চালিয়ে যাও। প্রতিদিন এরকম ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে দেখবে যে বছর শেষে অনেক ভাল প্রিপারেশন হয়েছে।
Hi, @jannat!
You just got a 2.09% upvote from SteemPlus!
To get higher upvotes, earn more SteemPlus Points (SPP). On your Steemit wallet, check your SPP balance and click on "How to earn SPP?" to find out all the ways to earn.
If you're not using SteemPlus yet, please check our last posts in here to see the many ways in which SteemPlus can improve your Steem experience on Steemit and Busy.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit