একবার না পারলে বার বার চেষ্টা করুন

in success •  6 years ago 

একবার না পারলে বার বার চেষ্টা করুন

কোন কাজে একবার হেরে গেলে ভেঙ্গে পড়বেন না। ঐ কাজটি বার বার চেষ্টা করার মাধ্যমে আপনি কাজটি সম্পন্ন করতে পারেন । এটাই আপনার সার্থক । অনেকে আছে যারা কোন কাজ একবার করেন । করার পরে যদি সফল না হতে পারে তাহলে কাজটি আর করের না। এমন যদি হয় আপনি জীবনে কোন কাজে সফল হতে পারবেন না। জীবনে কোন কাজ একবারে কেউ সম্পন্ন করতে পারে না। 

অনেক কষ্ট এবং অনেক সাধনার মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়। প্রত্যেক কাজেই বাধা বিপত্তি থাকে । এই বাধা বিপত্তি গুলো অপেক্ষা করে কাজটি সমাধান করার চেষ্টা করতে হবে। 

image source

আপনি যদি কোন কাজ একবার করার পরে না পারেন ভেবে নিলেন যে আপনি কাজটি পারবেন না , কিন্তু এমন ভাবা উচিদ নই। আপনি মনে করবেন আপনি কাজটি পারবেন না কেন , সবাই যদি পারে আমি কেন পারব না , আমাকে পারতেই হবে , এমন মনোভাব নিয়া যদি কাজ শুরু করেন বার বার তাহলে একবার না একবার আপনি কাজটি নিচ্ছই সমাধান করতে পারবেন । 

আমার এই কথা অনেক মনীষী বলেছেন , যে একবার না পারলে দেখ শত বার । আপনি যদি কোন কাজ অনেক বার করার পর সফল হতে পারেন তাহলে আপনার নিজেকে সফল মনে হবে । অনেকবার কাজ করার কথা তখন মনে থাকবে না । আপনি যে সফল হতে পেরেছেন এইটাই বড় কথা । পৃথিবীতে এমন কোন কাজ নাই যে বার বার করার পরও সফল হতে পারে না । বার বার করার পর একবার না একবার সফল হবেই । 

জীবনে বড় হতে হলে বার বার করার মনোবল রাখতে হবে। কোন কাজ একবার করার পর বাদ দিবেন না । যে কাজ না পারবেন আরও বেশি বেশি করবেন । একবার না একবার সফল হবেই । জীবনে প্রয়োজন সফল জীবন । সফল হতে হলে আপনাকে কষ্ট করতে হবে , কোন কাজ একবার হোক কিনবা দশ বার হোক আপনি করবেন । সবাইকে ধন্যবাদ 

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

apni khub sundor o akta gurupto purnno post korechn...prottek ta manush e jodi akta kothin kaj bar bar chesta kore sheu kaj ta tokon sohoj hoia jai...onk sundor kore o guciya kotha gula lekchn

অনেক চৎমকার কথা লিখেছেন।অনেক গুরুতবপূর্ন পেষ্ট এইটা।অনেক শিক্ষানিও কথা আপনি লিখছেন খুব ভাল লেগেছে এই পোষ্টটা দেখে।একটা জিল কাজ এক বার সেটা করা যায় না,ব্যর্থ হলে আবার বার বার করলে সেই কাজটা সমাধান হইয়ে যাবে।যত কঠিন কাজ হক না কেন সেটা বার বার করলে অবশ্যয় সেটা সহজ হইয়ে যাবে।দারুন কথা লিখেছেন আপনি।

  ·  6 years ago (edited)

Dear chaudanga sir!
The greatest example is the fountain who teaches a lesson always try to go towards up . You go up or down, never give up mind for success
The Other example is the story of a spider and the king who fails to win but seeing the spiders trivalent there he will be successful if he try again and again.
It is Naat necessary that you can service your country by doing job but you can better service by helping poor your family as well as involving in good deeds

you are right and great comment . thank you so much

Thanks sir ji for encouraging..

Road to success is always under construction :) Keep building your future.

চমৎকার মোটিভেশন লেখা। ভালো লাগল পড়ে।