কোন কাজ করার সময় মানুষ একবার এসেই কাজে সফলতা পায় না। তাকে অনেক কষ্ট করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয়। পৃথিবীতে যারা অনেক বড় মানুষ হয়েছেন তারা কেউই কষ্ট ছাড়া সাকসেস পাননি।
আমরা আসলে এতটাই অলস যে আমরা ঠিক মতো পরিশ্রম করতে চাই না কিন্তু সফলতা ঠিকই পেতে চাই। যার কারণে আসলে আমরা শুধু স্বপ্নই দেখে যাই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় না। আপনাকে বুঝতে হবে আপনি ছোটকালে যখন হাঁটা তখন একদিনে হাটা শিখেন নাই। অনেকদিন আপনি পড়ে গিয়েছেন ব্যাথা পেয়েছেন কিন্তু একদিন আপনি ঠিকই হাঁটতে পেরেছেন শুধু তাই নয় আপনি তার কিছুদিন পর দৌড়াতেও পেরেছিলেন।
উসাইন বোল্টের কথা ধরা যাক। যিনি পর পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনবার যে তিনি দৌড়ে ছিলেন সব মিলিয়ে তা 30 সেকেন্ড হবে। কিন্তু এই 30 সেকেন্ডে তিনি যেই পরিমাণ টাকা আয় করেছেন সেই পরিমাণ টাকা আমরা হয়তো সারা জীবনেও অনেকে আয় করতে পারবো না।
কিন্তু উসাইন বোল্ট 30 সেকেন্ডের জন্য 20 বছর পড়ে শুধু দৌড় প্র্যাকটিস করেছিলেন। আমরা শুধু তার 30 সেকেন্ডে দেখি পিছনের বিষ্টি বছর আমরা দেখি না কারণ আমাদের সেই চোখ নেই। আসলে সফলতা একদিনে আসে না অনেক সাধনার একটি ফসল।