সফলতা

in success •  7 years ago 

জীবনে সফল হতে চান? তাহলে মেনে চলুন এই বিষয় গুলো


Source

জীবনে সকলেই চায় সফল হতে ।পৃথিবীতে এমন কোন ব্যক্তি খুজে পাওয়া যাবে না যে জীবনে সফলতা লাভ করতে চাইনা।কিন্তু কিছু কিছু জিনিষ আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় ।এই বাধা গুলোকে পিছনে ফেলে জীবনে সফল হতে হলে; জীবনে আগে লক্ষ্য ঠিক করে নিতে হবে সে অনুযায়ী চেষ্টা করে যেতে হবে। এবং কিছু জীনিষ কে জীবন থেকে বাদ ও দিতে হবে।এসব কিছু মেনে চললে জীবনে সফলতা লাভ করাটা কিন্তু কঠিন কিছু না। তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা জীবনে অন্যান্য বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে নিজের সফলতার পথ থেকে অনেক দূরে সরে যায়।

তাই সবকিছুর আগে জেনে নেয়া প্রয়োজন কোন বিষয়গুলো সফলতার পথকে সুগম করে দেয় এবং কোনগুলো আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই পাঠে এসকল বিষয় গুলোই জানব ।

হতাশাকে না বলুনঃ


Source

কোন একটি কাজ করতে গেলে তাতে ভূল হতেই পারে। তুমি নতুন কোন কাজ শুরু করবে তাতে ভূল হবে এটাই স্বাভাবিক তাইবলে অল্পতেই হতাশ হলে চলবে না। নতুন একটি কাজ করতে গেলে শুরুর দিকে একটু ভুল হতেই পারে অথবা তুমি যে ফলাফল আশা করে ছিলে ফলাফল আশানুরূপ নাই হতে পারে কিন্তু সেজন্য হতাশ হয়ে পড়লে কখনো সামনে এগোতে পারবে না।এভাবে কখনো সফলতার পথ পাড়ি দেওয়া যাই না । তাই কোনো কিছু শুরু করলে মাঝপথে হতাশ হয়ে সেটা ছেড়ে না দিয়ে সব সময় শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। তাহলে দেখবে কোনো একসময় তুমি ঠিকই সেটাতে সফলতা পেয়ে গেছো।

অতীত কে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওঃ


Source

সবার জীবনেই একটা খারাপ অতীত থাকতে পারে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  7 years ago (edited)

হার জিত চিরদিন থাকবে, বাধা বিঘ্ন না পেরিয়ে সফলতা আসে না। খারাপ অতীত কে পিছে ফেলে, হতাশা দূর করে সাফল্য অর্জন করাই হউক আমাদের লক্ষ্য।

অসংখ্য ধন্যবাদ |

Tipuvote! ;)

vwry good post sir

스팀잇하면서 지금 이해 않되서 좌절하고 있었는뎅 힘이 되네용 감사니당~스 팀 잇 가즈아~

This post has received a 55.28 % upvote from @booster thanks to: @zannat.

  ·  7 years ago Reveal Comment
  ·  7 years ago Reveal Comment