#রাসূল (স) বলেছেন, "ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার অন্তরে জাররা (কিঞ্চিত) পরিমান অহংকার আছে।" আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত প্রিয় নবী (সা) বলেছেন, "যার অন্তরে অনু পরিমান অহঙ্কার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।" এক ব্যক্তি জিজ্ঞাসা করল, যদি কেউ সুন্দর জামা আর সুন্দর জুতা পরিধান করতে ভালবাসে? তখন নবী করিম (সা) বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। অহঙ্কার মানে হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা।" (সহিহ মুসলিম; কিতাবুল ঈমান, অধ্যায় ১, হাদিস নম্বর ১৬৪)
ইসলামিক বানি
7 years ago by benwow26 (4)
$0.38
- Past Payouts $0.38
- - Author $0.29
- - Curators $0.09