তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। যার সৌন্দর্যের কথা বললে শব্দ শেষ হয়ে যায় বললেই চলে। নির্মাণ কার্য শুরু হয় ১৬৩২ সালে। দীর্ঘ ২১ বছর ধরে চলে এই নির্মাণ কার্য এবং তাজমহল নিজের পূর্ণতা পায় ১৬৫৩ সালে। মুঘল সম্রাট শাহজাহান নিজের স্ত্রী মমতাজের মৃত্যুতে শোকাহত হন এবং পরবর্তী সময়ে তারই স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলেন এই অবিশ্বনীয় সৌন্দর্যশালী স্থাপত্য। উওরপ্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত এই স্মৃতি স্থাপত্য যা সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি। ২২০০০ শ্রমিকদের দীর্ঘ ২১ বছরের প্রচেষ্টায় গড়ে ওঠে এই সপ্তম আশ্চর্য। যাকে না দেখলে বোঝায় যায় না সৌন্দর্যের এমনও রূপ আছে। কিন্তু বলা হয় তাজমহল তৈরি করার পর শাহজাহান সেই সমস্ত শ্রমিকদের হাতের আঙুল কেটে দেয় যেন পৃথিবীতে আর দ্বিতীয় কোনো তাজমহল গড়ে না ওঠে।
তাজমহল
3 years ago by gourabblog (27)