অামার চা কেন্দ্র ও চা কেন্দ্র অাড্ডা ঘর

in tandoori •  5 years ago 

অামা‌দের চা কেন্দ্র ও চা কেন্দ্র অাড্ডা ঘর

পণ্য ও সেবা বিষয়ক তথ্যঃ

১। তন্দুরী ভোজ (BBQ) ~ ১২০ টাকা
#‌পোড়া মুরগী
#সালাদ ও সস
# ৩ টি রু‌টি
#তন্দুরী চা

২। চি‌কেন মশালা Rice (ভুনা খিচুরী) ~ ৫০ টাকা
#মা‌টির বাস‌নে প‌রি‌বেশন।
এবং

#তন্দুরী চা ~১০ টাকা
#ফুচকা > ৪০ টাকা
#চটপ‌টি ~ ২০ টাকা

৩। প্র‌তি‌দিন বি‌কেল ৩ টা থে‌কে রাত ৯ টা পর্যন্ত খোলা থাক‌বে।

৪। পূ‌র্বে মা‌নে এক‌দিন অা‌গে ওর্ডার ক‌রে রাখ‌তে পার‌বে।

৫। চা কে‌ন্দ্রে মা‌টির জি‌নিষপত্র ব্যাবহার করা হ‌বে বিধায় কো‌নোরকম জি‌নিষপত্র ক্ষয়ক্ষ‌তি না হয় সে দি‌কে সবার খেয়াল রাখ‌া।

৬। প্রকৃ‌তি নষ্ট হ‌বে এমন য‌ত্তোসব কাজ থে‌কে নি‌জে ও অন্য‌কে বিরত রাখা।

৭। অাড্ডা (জন্ম‌দিন, Party, বন্ধুমহল, দল, টিম, ভি‌ডিও ) বি‌শেষ অা‌য়োজ‌নের জন্য ১ দিন অা‌গে জানা‌তে হ‌বে।

৮। কো‌নো রকম ইভ‌টি‌জিং বা অ‌নৈ‌তিক বা রাষ্ট্র বা অসামা‌জিক ঘটনা নজ‌রে অাস‌লে সা‌থে সা‌থে প্রশাস‌নের সহ‌যোগীতা নেওয়া হ‌বে।

৯। প্র‌তি‌দিন বি‌কেল ৪টা থে‌কে ৫ টা "চা কেন্দ্র" পূর্ব কর্নার থে‌কে উচু থে‌কে Web Cam এর মাধ্য‌মে YOUTUBE LIVE RECORD এর চেষ্টা করা হ‌বে। Channel Name : Cha Kendra

১০। গা‌লি বা ঝগড়া মুক্ত প‌রি‌বেশ গড়‌তে সবার সহ‌যোগীতা কাম্য।
Location : অামগাছতলা, জয়পুর, দে‌বিদ্বার, কু‌মিল্লা।
সবার দাওয়াত রই‌লো। ধন্যবাদLogopit_1578921626918.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!