এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তি ধুয়ে মুছে দেয় সকালবেলার এক কাপ চা দুপুর পর্যন্ত সতেজ রাখে এবং দুপুরবেলা খাবার পর আর এক কাপ চা যেন পুরা দিনের ক্লান্তি ধুয়ে মুছে দেয় দুপুর বেলার এক কাপ চা না খেলে যেন ঘুম পিছু ছাড়ে না তাই হাজারো ঝামেলা পেরিয়ে হলেও এক কাপ চা খুবই প্রয়োজন।
দুপুরবেলা খাবারদাবার শেষ হলে সবাই অফিস কলিগ এক জায়গা হয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট তুহিন ভাইকে স্মরণ না করলেই নয় খাবারদাবার শেষে সবাই তুহিন ভাইকে স্মরণ করে তুহিন ভাই তাড়াতাড়ি আমাদের এক কাপ চা দাও তোমার চা না খেলে যেন আমাদের ক্লান্তি দূর হয় না তাই তোমার চা আমাদের লাগবেই লাগবে।
তুহিন ভাই খুবই অসাধারণ চা বানায় এবং মাঝে মাঝে আমাদের কফি ও বানিয়ে খাওয়ায় তুহিন ভাইয়ের চা খাওয়ার পরে আমরা সবাই আবার কাজে মনোযোগী হয়ে পড়ি যে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ি
দুপুর বেলার এক কাপ রং চা যেন শরীরের সকল ম্যাচ মেচানি বন্ধ করে দেয় । তাই দুপুর বেলা রং চা শরীরের জন্য খুবই উপকারী সেই সাথে একটু আদা একটু লবঙ্গ একটু কালিজিরা থাকলে আরো ভালো হয়।
তুহিন ভাই
তাই শত কাজের ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি দুপুরবেলা একটা রং চা খাওয়ার সবাই আসলে রঙ চা পছন্দ করে কিনা আমি জানিনা তবে আমাদের রং চা ছাড়া চলে না হয়তো বা এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনারা যারা রং চা খান না তাদের হয়তো বা কোন সমস্যা হয় না।
তবে আমার রঙ চা না খেলে সময়টা ভালো যায় না তাই দুপুর বেলা রং চাটা আমার খুবই উপকারে আসে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার এই রং আমাকে ভালোভাবে গ্রহণ করবেন আসসালামু আলাইকুম