প্রধান অতিথির চেয়ার ছেড়ে দিলেন মোস্তাফা জব্বার

in technology •  7 years ago 

শিক্ষক তো শিক্ষকই। ছাত্র বা ছাত্রী যত বড় পর্যায়েই যাক না কেন, শিক্ষকের প্রাপ্য সম্মান থাকে অক্ষুণ্ণ। এমনই এক দৃষ্টান্ত দেখালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

৭ ফেব্রুয়ারি, বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের আইটি মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে আয়োজিত ‘ডিজিটাল আইসিটি ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন দৃষ্টান্ত দেখান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল মন্ত্রী মোস্তাফা জব্বারকে এবং বিশেষ অতিথি করা হয়েছিল শিক্ষাবিদ ও উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীকে। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী জব্বার বসেছিলেন প্রধান অতিথির চেয়ারে। কিন্তু অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর শিক্ষাগুরু জামিলুর রেজা চৌধুরী মঞ্চে উপস্থিত হলে তিনি নিজে মঞ্চের সামনে গিয়ে শিক্ষাগুরুকে হাতে ধরে মঞ্চে তোলেন।

এরপর শিক্ষাগুরুকে প্রধান অতিথির চেয়ারে বসিয়ে পাশের চেয়ারে বসেন মোস্তাফা জব্বার।

মন্ত্রীর এ দৃষ্টান্ত নজর কাড়ে অনুষ্ঠানে উপস্থিত থাকা বক্তাদের। তারা গুরুজনের প্রতি এমন সম্মানের দৃষ্টান্তকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক প্রমুখ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

respect to this kind of person. salute him

Thanks buddy for ur valuable comments.