Wonderful buffaloes flowers

in tgv •  2 years ago 

হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,

আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;



IMG_20221210_204612.jpg

IMG_20221210_204605.jpg

IMG_20221210_204530.jpg

ফটোগ্রাফিগুলোতে আপনারা অনেকগুলো মহিষ দেখতে পাচ্ছেন। মহিষগুলো অত্যন্ত বড় ও স্বাস্থ্যবান। মহিষের মালিক মহিষগুলোকে খাওয়ানোর জন্য এই সবুজ শ্যামল ঘাসের মাটিতে এনে বেঁধে রেখে গিয়েছে । এই মহিষগুলো খুবই সুন্দর ও শান্ত প্রকৃতির। এই কারণে আমি গরু খুব পছন্দ করি। মুরাহ মহিষ প্রধানত দুধ উৎপাদনের জন্য রাখা জল মহিষের একটি জাত। এর উৎপত্তি ভারতের হরিয়ানা এবং পাঞ্জাব, যেখানে এটি ভিওয়ানি, হিসার, রোহতক, জিন্দ, ঝাঝার, ফতেহাবাদ, গুরগাঁও এবং দিল্লির রাজধানী অঞ্চলে রাখা হয়।
। যাইহোক আসার নয় অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন ও আমার সাথে থাকুন। ধন্যবাদ সকলকে এতক্ষন আমার পোস্টটি সুন্দরভাবে পড়ার জন্য।


THANK YOU FOR STOPPING BY!




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!