আমরা সাধারনত সব সময় সুস্বাদু খাবার খেতেই পছন্দ করি কিন্তু সুস্বাদু খাবার এর রেসিপি অনেক ব্যায়বহুল হয়ে যায় ।
]এটির নাম
নুডলস এর পাকুড়া
এটা তৈরী করতে আমাদের কিছু উপকরণ প্রয়োজন সেগুলো হল:
১.নুডুলস
২.ডিম
৩.কর্নফ্লাওয়ার
৪.পিয়াজের কুচি
৫.আাদা বাটা রসুন বাটা
৬.গরম মসলা+টেস্টি সল্ট
তো এবার আসি প্রস্তুত করনঃ
![
]প্রথমে নুডলস কে ভাল করে সিদ্ধ করতে হবে।
তারপর পিয়াজ কুচি ও সকল উপকরণ গুলো নুডলস এর সাথে একসাথে মিলাতে হবে।![
]![
]ছবির মত গোল গোল করে তেলে ভেজে নিতে হবে।
তৈরী হয়ে গেল নুডলস পাকুড়া।পোস্ট,ধরতে গেলে প্রথম পোষ্ট ও, আাশা করি সবাই সহযোগিতা করবেন যাতে ভবিষ্যতে আরে ভাল কিছু করতে পারি।
আমি একজন ছাত্র অনার্স দ্বিতীয় বর্ষের খাদ্য তৈরী করা আমার শখ