আজকের দিন আমার অনেক ভালো কেটেছে। কারন আজকে আমার আগের দিনের মতো কাজের চাপ ছিলো না। হালকা কিছু কাজ ছিলো। আমি সকালের মধ্যে শেষ করছি। এই জন্য বিকেল বেলা একটু ভালো ভাবে ঘুরতে পারছি। এখন আমার সারা দিনের কাজ করমের বিবরন নিম্নে তুলে ধরছি :
আজ আমি সকাল ৭ টার দিকে ঘুম থেকে উঠছি।ঘুম থেকে উঠে পরিস্কার বাতাস শরিরে লাগানর জন্যে বাইরে গেছিলাম।অনেক সময় বাইরে হাটাহাটি করলাম। ধান খেতের সবুজ কালার দেখলে এমনি মন ভাল হয়ে যায়। তাই আমি ফাকা মাঠের মধ্যে অনেক সময় বসে ছিলাম।তার পর আমি বাসা আসছি।ভাল ভাবে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম।সকাল ১০.৩০ প্রাইভেট পড়াতে গেলাম। প্রায় দুপুর ১ টার দিকে প্রাইভেট পড়ানো শেষ করলাম। এরপর বাসায় আসে রেস্ট নিলাম।তারপর গোসল করলাম। দুপুরে খাবার খেলাম।এর পরে বিকেল ৪ টা প্রযন্ত ঘুমাইলাম। মন ফ্রেস করার জন্য বাইরে বের হলাম।
বাইরে আসে কিছু পিক নিলাম। বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্যে ধান খেতের মাঝে ফাকা যায়গায় গেলাম। ধান খেতের মাঝে সময় কাটাতে অনেক ভাল লাগে।কিছু সময় আড্ডা দেওয়ার পর বারি আসলাম।তারপর এক্টু রেস্ট নিলাম। হাল্কা নাস্তা করলাম।এরপর পাবজি গেম খেল্লাম।অনেক দুরের বন্ধুদের সাথে গেম খেলে অবসর সময় কাটাতে ভাল লাগে।রাত ৯ টা প্রযন্ত গেম খেল্লাম।এরপর রাতের খাবার সবাই মিলে খেলাম।এখন টিভি দেখি আর ইস্টিম আমার ব্লগ লিখছি।যতখন ঘুম না আসে এভাবেই সময় কাটাব।
এভাবেই আমার আজকের দিন কাটল।এটাই আমার আজকের রুটি।
আমার ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ।
পরবর্তী দিনে আবার আমার daily routine নিয়ে হাজির হব।
আমাকে এফবিতে এড করতে পারেন
[Facebook]
(https://www.facebook.com/profile.php?id=100017140662519)
আপনার লেখা গুলো লেখার পর ২-১ রিভিশন দিবেন৷ তাহলে যে ভুল করছেন৷ সেগুলো ধরতে পারবেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit