1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 23/08/2020 busy day

in thediarygame •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভাল আছে।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
দি ডাইরি গেমের অষ্টম দিন
আজকে আমি ঘুম থেকে উঠে সকাল দশটায়।
প্রতিদিনের মত আজকেও আমার ছাত্র এসে হাজির ছিল।
ঘুম থেকে উঠে তাকে পড়ানো শুরু করি।
এমনকি মুখটা ধোয়ার সময় পাইনি।
পরে তাকে পড়ানো শেষ করি 11:30।
শেষ করে ব্রাশ করি নাস্তা খেতে বসি।
নাস্তা শেষ করে দোকানে পথে রওনা হই।
প্রত্যেক দিনের মতো দোকানে সময় কাটাতে লাগি কাস্টমার আসলে ফোন বিক্রি করতে লাগে
যদিও আমার কাছে শুধুমাত্র ক্যাশ কে নিয়ে
টাকা নেই,
ক্যাসে রাখি।
তারপর যা বিক্রি হয়েছে সেটাকে লিখে রাখি।

IMG20200823181541.jpg

IMG20200823181550.jpg

আজকে একটু কাসটোমার আছে মোবাইল নেওয়ার সময় ভেজাল করতেছিল।
তারপর মিটমাট করলাম।
বিকাল হলো বাসায় আসলাম ভাত খেতে।
মাঝিগ্রাম খেলার মাঠে খেলতে।
যেয়ে দেখিয়ে ছোট বাচ্চারা কাবাডি খেলতাছে।

IMG20200822182436.jpg

IMG20200822182433.jpg

IMG20200822182244.jpg

তারপরে খেলতে লাগলো আমি দেখতে লাগলাম।
তারপর দু একটা প্যান্ট খুলে নিলাম ছোট ভাইকে দিয়ে।
তার মধ্যে একজন কেঁদে ফেলল।
তারপর বাসায় ফিরে মুখ হাত ধুয়ে খাবার দোকানে যাই।
দোকানে গিয়ে নাস্তা আনায় নাস্তা করি।
তারপর একটি বন্ধু আ আসে দেখা করার জন্য।
তার সাথে দেখা করি।
মূলত সে স্টিমিট সম্পর্কে জানতে এবং একটি কম্পিউটার কিনবেন সেটার ব্যাপারে জানতে এসেছিল।
প্রথমে steemit.com সম্পর্কে বলি এবং তার কাছে একাউন্ট ছিল এ কিভাবে কাজ করবে সেটা সম্পর্কে বলি।
তারপর যাই কম্পিউটার শপে।
সেখানে গিয়ে কম্পিউটার কনফিগার করি।
দাম শুনে ফেরত আসে
সে নাকি কয়েকদিন পর নিবে।
তারপর তাকে বিদায় দিয়ে আবার দোকানে গিয়ে বসি এবং সেখানে সময় কাটাতে লাগি।
সময় যখন রাত 9 টা তখন বাসায় ফেরত আসে, বাসায় ফেরত আসে আমার বোন কল দিয়েছিল তার বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বলছিল সেখানে যাই।
সেখানে গিয়ে তাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করে দেই।
তারপর সেখানে গল্প করতে লাগি, গল্প করতে করতে ভাগনা এসে গেম সম্পর্কে বলা শুরু করে ফ্রী ফায়ার ও পাবজি।

তাকে বুঝায় যে পাবজি সেরা একটি গেম।
তারপর বাসায় ফেরত আসার পথে আরেকটি ছেলের সাথে দেখা।
কয়েকদিন আগে দেখা হয়েছিল ওয়াইফাই নেবে নাকি।
তার সাথে কথা বলতে লাগে কোনটা নিবে তা ফাইনাল করি।
তোর সাথে কথা বলে বাসায় ফেরত আশেপাশের বিরুদ্ধে গেম খেলতে বসি গেম খেলতে খেলতে 10:30 বাজে।
আজকের ডায়েরি লেখা শুরু করি।
এখন ডায়েরি লেখা শেষ বাজে এগারটা।
যাচ্ছি পোস্ট দিতে, পোস্ট দিয়ে খেয়ে ঘুমাবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Steemit লেখা গুলো ইংরেজিতে লিখবেন৷ বাংলায় লিখবেন না।