হ্যালো স্টিমিট বন্ধুগণ তোমরা সকালে কেমন আছে?আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভাল আছি। আমার আর একটি বল্ক এ স্বাগতম। আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হলো নয়নতারা ফুল। যা সবাই কম বেশি চিনো। বাংলাদেশ এ একটি জনপ্রিয় ফুল নয়নতারা। নয়নতারা ফুল সারাবছর পাওয়া যায়।এই ফুল দেখতে অনেক সুন্দর। নয়নতারা ফুল বিভিন্ন রঙের দেখা যায়। তবে সাদা ও গোলাপি রঙের নয়নতারা ফুল বেশি দেখা যায়। এই ফুল মানুষ বেশি বাগান এ রোপন করে থাকে। পৃথিবীতে ফুল ভালোবাসে এমন মানুষ পাওয়া যায় না। ফুলকে ভালোবাসা প্রতিক বলা হয়। নয়নতারা ফুল অসাধারণ একটি ফুল। আমি ফুল কে অনেক ভালোবাসি। নয়নতারা ফুল এর ছবিগুলো তুলেছি একটি বাগান থেকে। নয়নতারা ফুল আমাকে অনেক ভালো লাগে। নয়নতারা ফুল এর ফটোগ্রাফি কেমন হলো বন্ধুগণ তা আমাকে কমেন্ট করে জানাও।
আশা করি আমার ফটোগ্রাফি আমার সকল বন্ধুগণ এর ভালো লাগবে। ফটোগ্রাফি আমার শখ। যেখানে কোন ছবি দেখতে পাই তখনেই ছবি তুলি। আমার ফটোগ্রাফি কেমন হলো কমেন্ট করে জানাও বন্ধুগণ।