রয়েল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের জাতীয় পশু৷ রয়েল বেঙ্গল টাইগার একটি অতি সুদর্শন প্রাণী৷ রয়েল বেঙ্গল টাইরা বাংলাদেশের সুন্দর বনে দেখতে পাওয়া যায়৷ রয়েল বেঙ্গল টাইগার বাঘের প্রজাতি গুলোর মধ্যে থেকে সব থেকে বড়৷ এবং এদের গায়ে ডোরাকাটা দাগ দেখা যায়৷ রয়েল বেঙ্গল টাইগার মাংসাশী প্রাণী৷ এরা বনের পশু পাখি স্বীকার করে জীবনধারণ করে৷ সাফারী পার্কে রয়েল বেঙ্গল টাইগার রয়েছে৷ সুন্দর বনে গেলে মাঝে মাঝে কপাল ভালো থাকলে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। আমি চিড়িয়াখানায় গিয়ে রয়েল বেঙ্গল টাইগার দেখেছিলাম৷ আমাদের জাতীয় পশু দেওয়াতে সার্থক। আসলেই এই পশু জাতীয় প্রাণী হওয়ার দাবীদার।
ধন্যবাদ