釣り

in tout •  11 months ago 

আমার ধারাবাহিক কোলকাতার পুজো পর্বের প্রায় শেষের দিকে চলে এসেছি । আর মাত্র ২-৩টি পর্বেই শেষ হয়ে যাবে সিরিজটি । তারপর শুরু হবে দীপাবলি আর কালী পুজো নিয়ে আমার আর একটি ধারাবাহিক ফোটোগ্রাফি পোস্ট । আজকের একাদশতম পর্ব সাজিয়েছি হাতিবাগানের নবীনপল্লী আয়োজিত পুজোর প্যান্ডেলের ফোটোগ্রাফি দিয়ে ।

আজকে যে পুজো প্যান্ডেলের থিমটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটাই এবারের সেরা পুজো থিম বলেই আমার কাছে মনে হয়েছে । এই পুজো প্যান্ডেলের থিম হলো "আবোল-তাবোল" । বিখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের "আবোল-তাবোল" অবলম্বনে । আবোল-তাবোল একটি অতি বিখ্যাত শিশু সাহিত্যের বই । এমন কোনো বাঙালি ছেলে খুঁজে পাওয়াই দুষ্কর যে ছেলেবেলায় সুকুমারের "আবোল-তাবোল" পড়েনি । এই বইটির অন্তর্গত প্রত্যেকটি ননসেন্স পোয়েট্রি এক অনাবিল হাস্যরসের সন্ধান দেয় ।

শিশুমন হলো কল্পনাপ্রবণ, আর আবোল-তাবলের প্রতিটা ছড়া পড়লে সেই কল্পনার ডানায় ভর দিয়ে এক হাসি-খুশির জগতে অনায়াসে প্রবেশ করা যায় । প্রত্যেক ছন্দে শুধু মজা আর মজা । অসম্ভব সব বস্তু আর প্রাণীর সাথে যেমন পরিচয় করায় এই বই ঠিক তেমনই নিছক হাস্যরস খুঁজে পাওয়া যায় প্রতিটা কবিতায় । বইটার প্রত্যেকটা পেজ তাই কল্পনার রঙে রঙিন এক স্বপ্নজাল বোনে, সেখানে আছে শুধু হাসি আর আনন্দ । এক বিন্দু দুঃখ খুঁজে পাওয়া যাবে না কোথাও ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...