কলকাতা, 'দ্য সিটি অফ জয়', পূর্বে কলকাতা নামে পরিচিত, ভারতের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। শহরটি হুগলি (হুগলি) নদীর পূর্ব তীরে অবস্থিত, যা একসময় গঙ্গা (গঙ্গা) নদীর প্রধান চ্যানেল ছিল, বঙ্গোপসাগরের মাথা থেকে প্রায় 96 মাইল (154 কিমি) উজানে।
এটি লক্ষণীয় যে এর আগে, 1772 সালে ব্রিটিশ শাসনামলে কলকাতা শহর ভারতের রাজধানী ছিল।