মারমেইড বিচ রিসোর্ট, যা কক্সবাজার থেকে টেকনাফগামী মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে রেজু খালের কাছে অবস্থিত। এর একপাশে রয়েছে ঝাউবনে ঘেরা সমুদ্র সৈকত এবং অন্যপাশে পাহাড় বেষ্টিত পেঁচারদিয়া গ্রামের পেঁচার দ্বীপ। যান্ত্রিক কোলাহলমুক্ত ও সবুজে ঘেরা রিসোর্টে রয়েছে গাছপালায় ঘেরা ছোট/বড় বেশকিছু কুটির। এই রিসোর্টে আগত অতিথিদের অভ্যর্থনা জানানো হয় বুনোফুলের মাধ্যমে এবং ওয়েলকাম ড্রিংকস হিসাবে থাকে সদ্য গাছ থেকে পেড়ে আনা সুস্বাদু ডাবের পানি।
এখানে রয়েছে-
• স্পা
• ইয়োগা সেন্টার
• সম্মেলন কক্ষ
• প্রেক্ষাগৃহ
• নৌকা ভ্রমণ
মুলত মারমেইড বিচ রিসোর্ট যেতে হলে প্রথমে কক্সবাজার যেতে হবে।
ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার উপায়-
বাস স্ট্যান্ড-
• সায়েদাবাদ
• ফকিরাপুল
• মহাখালী
বাস-
• হানিফ
• সৌদিয়া
• এস আলম
• শ্যামলী
• ঈগল
• সোহাগ
• গ্রিন লাইন
• মডার্ন লাইন
উল্লেখ্য, শুধুমাত্র ঢাকা থেকে সরাসরি ট্রেনে যাওয়ার উপায় নেই। তবে রেলের কাজ চলমান। তাই আপনাকে আগে চট্টগ্রামে যেয়ে সেখান থেকে কক্সবাজার যেতে হবে।
ট্রেনসমূহঃ
কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বা ফেনী রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনসমূহ-
• সোনার বাংলা
• সুবর্ণ এক্সপ্রেস
• তূর্ণা-নিশীথা
• মোহনগর প্রভাতী/গোধুলি
• চট্টগ্রাম মেইল
বিমানসমুহঃ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার যাওয়ার ফ্লাইটসমূহ-
• বাংলাদেশ বিমান
• ইউএস বাংলা এয়ারলাইন্স
• নভোএয়ার
কক্সবাজার থেকে মারমেইড বিচ রিসোর্ট
কক্সবাজারের যে কোন জায়গা থেকে গাড়ি/সিএনজি/অটো দিয়ে হিমছড়ি ঘুরে আসা যায়। কলাতলী মোড় থেকে লোকাল গাড়ি/সিএনজি/অটো করে হিমছড়ি যাওয়া যায়। যদি একসাথে কয়েযজন যান, তাহলে খোলা জীপে করেও ঘুরে আসতে পারবেন।
মারমেইড বিচ রিসোর্ট ভ্রমণের সুবিধা হল-
• পরিবার, দম্পতি এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত
• সুন্দর এবং মনোরম প্রকৃতি
• পরিবেশবান্ধব অবকাশ
• যান্ত্রিক সুবিধা
সতর্কতা-
প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-
• প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
• আপনি যদি সাঁতার না জানেন তবে জলে ঝাঁপ দেবেন না
• পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।
বি.দ্রঃ যেকোনো সমস্যায় বাংলাদেশের জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।