বর্তমান বিশ্বে ভ্রমণের জন্য অন্যতম দেশ হিসেবে ইন্ডিয়া অন্যতম. প্রতিবছর প্রায় তের ১৩ থেকে ১৪ লক্ষ ভ্রমণার্থী এসে ইন্ডিয়াতে.ইন্ডিয়াতে ভ্রমনের জন্য অনেক বিশেষ বিশেষথান আছে.তার মধ্যে অন্যতম আগ্রার তাজমহল,পুরি,দাজিলিং ,কালিংপং,দিঘা,তাছাড়া ইন্ডিয়াতে অনেক ঐতিহাসিক স্থাপনাটি আছে.যার কারণে ইন্ডিয়া অনেক ভ্রমন পিপাসুদের কাছে অন্যতম একটি দেশ হিসেবে গণ্য করে.এছাড়া ইন্ডিয়াতে ভ্রমনের জন্য অনেক সুব্যবস্থাও আছে যা অন্য দেশে পাওয়া যায় না.এই ছবি টি আগ্রার তাজমহলের পাশে একটি পুরাকীর্তি .অসম্ভব সুন্দর একটি স্থান.জানা যায় যে পুরাণকালে এই স্থানটি নাকি অনেক মুসলমান রাজা বাদশাদের জন্য ব্যবহার করা হত.কিন্তু এত বছর পরেও স্থাপনারটির কোন ক্ষতি হয়নি.শুধু বয়দের ছাপটি এর গায়ে দাগ কেটে গেছে.মনমুগধকর পরিবেশ এখানে.অনেকটা দেখতে আমাদের বাংলাদেশের ষাট গম্বুজ মত.কিন্তু এটাতে এত গুম্বুজ নেই.এখানে প্রবেশ করতে কোন টিকিট কাটতে হয় না.কিন্তু প্রবেশের সময় নির্ধারিত করা থাকে .নির্ধারিত সময়ের পর কাওকে ওখানে প্রবেশ করতে দেওয়া হয় না.এটা এর বাহিরে দৃশ্য.মনে করা হয় এই স্থানটিকে দুর্গ হিসেবেব্যবহার করা হত.এর সৌন্দয বৃদ্ধি করার জন্য এর চারিদিকে প্রচুর গাছপালা লাগানো হয়েছে .যার কারনে এখানে সময় কাটানোর জন্য অনেক লোকের সমাগম হয় .
Travel in India
7 years ago by togor26 (52)
$42.27
- Past Payouts $42.27
- - Author $31.78
- - Curators $10.49
Nice place , have you visited this one ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit