চেন্নাই এমনই জায়গা যেখানে মানুষজন মনে করেন যে ওখানে গিয়ে আমরা আমাদের মন ও শরীর দুটো কে শান্ত করতে পারি কিছু ঘোরার জায়গা কিছু বড় বড় hospitals রাস্তা অবস্থা এবং অনেক চিকিৎসা কেন্দ্র নিয়ে বেশি জায়গা সবাইকে মুগ্ধ করে উর্দু সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ ও জায়গায় viraj থাকে সম্পূর্ণ সম্প্রদায়ের মানুষ সেখানে আসেন কিছু মুহূর্তের জন্য কিছুদিনের জন্য সেখানে থাকেন কারণে যেমন ওই জায়গাটায় ব্যবহার করেন ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে এবং এখানে রয়েছে আরো অনেক সম্প্রদায়ের মানুষ সাধারণত এবং ওখানকার পরn হলো দুটি এবং মাথায় একটা সাদা টিকা যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এরা তামিল সম্প্রদায় খুবই ব্যস্ত ট্রাফিক ব্যবস্থা নেই ট্রাফিক সিগনাল কোনরকম যদি কেউ হেলমেট না করেন সেটা তার দায়িত্ব প্রশাসন কোন ভাবে দায়ী নয়.. প্রচণ্ড জনবহুল একটা জায়গা রাস্তায় তাবরিজি এবং বহুৎ বেশি হোটেল সবরকম rate পাওয়া যায় এসি নন এসি সবকিছুই ওখানে পাওয়া যায় এবং রইল খাবারের কথা কারণ সাধারণত কিছু কিছু খাবার আছে যেগুলো প্রধান খাদ্য যেমন ইদলি দোসা এসব জিনিসের নিরামিষ খাবার তেল মসলা খুবই কম খাবার খুবই শরীর বুঝে বানানো কথার মানে হচ্ছে ওখানকার কোন রকম খাবার খেয়ে কেউ সাধারণত রোগী হতে পারেন না শরীরের জন্য ভালো স্বাস্থ্যবান খাবার গুলো খেয়ে টিফিন করছিলাম কিছু কিছু জিনিসের দামও খুব বেশি যেমন মাছ ভাত মানে হচ্ছে চাল যেমন 45 টাকা 55 tk 80 টাকা এরকম আমাদের মতো খাবারে তেল ব্যবহার করেন না orasadha মতো ব্যবহার করে নারকেল তেল ওরা আমাদের মত ভাত ডাল এসব খাবারে রুচি রাখেন না তারা বেশিরভাগ ইডলি ধোসা এসব খেয়ে জীবন ধারণ করেন এবং এগুলো চেন্নাইয়ের খুবই জনপ্রিয় আমরা বাঙালি হিসেবে আমাদের এগুলো খুব একটা ভালো নাও লাগতে পারে এই খাবারগুলো ওখানকার সবথেকে প্রসিদ্ধ ও চলিত খাবার.
আরও কিছু তো কারণ আমাদের বাঙালি বাংলায় যেগুলো আমরা চপ সিঙ্গারা যেগুলো খায় সুখী হয় সেগুলো নয় সাধারণত থাকে খুবই কম তেল মসলা ও যে সীমানা গুলো আমরা খেতে পারি
ওখানকার শেখার আছে অতটা মসলা আলু থাকে না ওখানে থাকে পেয়াজ এর পুর ভরা সিঙ্গারা কেক বিস্কুট প্রত্যেকটা হোটেল থেকে বাইরে দোকান লাগানো হয়, যেখানে সাধারণত সব রকম খাবার পাওয়া যায় আমাদের এদিকে আমাদের বাংলায় যেহেতু নটা দশটার মধ্যে প্রায় সবরকম রাস্তা শুনশান হয় পরে সেখানে এরকম নয় জনবহুল এলাকায় প্রত্যেকটা মানুষ শুতে যাওয়া বা বন্ধ করে নটার সময় চলে যান না ওদের কাছে রাত একটা সময় অনুভব করতে চাই সেই হিসেবে কেউই তাড়াতাড়ি বিছানায় যেতে চাই না যেহেতু জনবহুল এলাকা সে হিসাবে রাস্তায় গাড়ি অবাধ যাতায়াত চলতেই থাকে অতটা ব্যস্ততার মধ্যেও মানুষজন রাস্তা পারাপার করে থাকে রাস্তার দুটি ভাগে আছে পুরোপুরি সবগুলো চিকিৎসালয় আর একদিকে থাকে সব হোটেল
অহংকার ঘোরাঘুরি কিছু জায়গা যেমন শাবানা stores জুহু বীচ আমরা দুটো জায়গাতে গেছিলাম সবার মত এত বড় মার্কেট হয়তো আমি জীবনে কখনো দেখেছি আমাদের এদিকের বিগ বাজার junction রিলায়েন্স একটার মধ্যে ঢুকে যাবে আটটা ফ্লোর দ্বারা বেষ্টিত ওই মলে এক টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত জিনিস আছে এক কথায় হিরে থেকে জিরে জুতো থালা-বাসন ঘর সাজানোর জিনিস গয়নাপাতি খেলনা সব রকম জিনিস আমরা দেখলাম তারপর মেরিনা ব্রিজ গেলাম হয়তো এর আগে আমি অত বড় সমুদ্র কোথাও দেখেছি এত বড় এলাকা নিয়ে একটা সমুদ্র এত এত মাছ ধরে সেগুলো ভিজিয়ে দিচ্ছে খুব একটা ভাল হয়নি সে হিসেবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেটাকে দেখতে থাকলাম কত মানুষ ওখানে চান করছে ওই মজা নিচ্ছে উঠছেন আমরা যেখানে দাঁড়িয়েছি শেখান পর্যন্ত জল চলে আসছে আমাদের ভিজিয়ে দিচ্ছে কত জোরে জোরে বাতাস বইছে, একটা একটা অভূতপূর্ব অনুভব বোঝাতে পারবোনা কেমন লাগছিল...
আজ থেকে সবাই বলি পুরোপুরি চকচকে মার্বেল পাথর বানানো প্রত্যেকটা কাজ খুব চেষ্টায় এবং ডাক্তার দেখানো থেকে সবকিছু খুব তাড়াতাড়ি..